#মুম্বই: বিগত কয়েকদিন ধরে বলিউডে মানসিক স্বাস্থ্য নিয়ে বহু আলোচনা হয়েছে। যে বিষয়টি সবথেকে বেশি আলোচিত ছিল, সেটি নিয়ে ইদানিং সচেতন হওয়ার বার্তা দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। অভিনেত্রী আকাঙ্ক্ষা সিং সম্প্রতি এই বিষয়ে কথা বললেন। দাবি করলেন, লোকজন ভাবে, সেলেব্রিটিরা প্রচার পাওয়ার জন্য তাঁদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেন।
এই বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন অভিনেত্রী। আকাঙ্ক্ষা বলছেন, "আমাদের ইন্ডাস্ট্রির অনেককেই আক্রমণ করা হয়। তারা ভাবেন আমরা সমস্তটাই প্রচারের জন্য নাটক করছি। কিন্তু বিষয়টি নিয়ে আমাদের সংবেদনশীল হওয়া উচিত। আমরা প্রচারের জন্য এমন করি, এটা ভাবা বন্ধ করা উচিত। মানুষের কথা শোনা উচিত কারণ মানসিক অসুস্থতা নিয়ে বেঁচে থাকা খুব কঠিন।"
অভিনেত্রী বলছেন, "মানসিক স্বাস্থ্য নিয়ে এখন মানুষ আরো অনেক বেশি কথা বলেন। আগে তারা সংকোচ বোধ করতেন। ক্রমশ সমস্যা, উদ্বেগ, অবসাদ নিয়ে কথাবার্তা বলা অনেক সহজ হয়ে উঠেছে। পরিবার এবং বন্ধুদের উচিত এই সময় সংবেদনশীল থেকে কথা শোনা, সাহায্য করা এবং প্রয়োজনে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা।"
আকাঙ্ক্ষা বলছেন তিনি নিজের মনকে ভালো রাখার জন্য কিছু না কিছু করেন। তার কথায়, "আমার যখন মন খারাপ হয়, তখন আমি ভালো কিছু নিয়ে চিন্তা করি। আমি যে কাজ করতে ভালবাসি, জীবনে যা কিছুর জন্য আমি কৃতজ্ঞ সেগুলি নিয়ে ভাবি। পরিবারের সঙ্গে কথা বললেও মন ভালো থাকে। বিশেষ করে আমার স্বামী কুনাল সাই। ওই আমায় শক্তি যোগান দেয়। আমি গান শুনি এবং মেটিটেড করি, যেটি খুব কাজে দেয়।"
প্রসঙ্গত খুব শীঘ্রই একটি ছবিতে অজয় দেবগনের সঙ্গে অভিনয় করছেন অভিনেত্রী। ছবির নাম মে ডে।