corona virus btn
corona virus btn
Loading

অ্যাওয়ার্ড শোয়ে ডেকে সুশান্তকে প্রকাশ্যেই ‘অপমান’ করেছিলেন শাহরুখ! চিনতেই পারেননি সোনম!

অ্যাওয়ার্ড শোয়ে ডেকে সুশান্তকে প্রকাশ্যেই ‘অপমান’ করেছিলেন শাহরুখ! চিনতেই পারেননি সোনম!
মুম্বই মিরর-কে দেওয়া একটি সাক্ষাৎকারে পরিচালক রামি জাফরি জানান, চলতি বছরের মে মাসে ছবিটার শুটিং শুরু হওয়ার কথা ছিল। আগাগোড়া রোম্যান্টিক-কমেডি ঘরানার ছবি, এখানে 'ডান্সার' সুশান্তের দেখা মিলত।

স্বয়ং কিং খানও এর বাইরে নন । তিনিও যথেষ্ট অপমান করেছিলেন সুশান্তকে । সোনম কাপুর তো পর্দার ধোনি’কে চিনতেই পারেননি !

  • Share this:

#মুম্বই: কী হয়েছিল ছেলেটার? কেন চোখ ভরা স্বপ্ন আর অপূর্ণ অনেক সাধ নিয়ে এ ভাবে চলে গেল? এই প্রশ্নই যেন থামছে না দেশবাসীর । আর সেখানেই বারবার উঠে আসছে একাধিক কারণ । মানসিক অবসাদে ভুগছিলেন সুশান্ত । এই তত্ত্ব এখন সকলের জানা । কিন্তু সেই গভীর অবসাদের পিছনে কারণ কী? বলিউডের হৃদয়হীনতা, স্বজনপোষণের বাড়বাড়ন্ত, এলিট ক্লাসের উন্নাসিকতা এসবই কী ধীরে ধীরে সুশান্ত সিং রাজপুতকে ঠেলে দিল মৃত্যুর দিকে ? সুশান্তের মৃত্যু স্পষ্টতই দুই ভাগে ভাগ করে দিয়েছে বলিউডকে । একদিকে ইন্ডাস্ট্রিতে নেপোটিজমের ধ্বজা ওড়ানো, সোনার চামচ মুখে নিয়ে জন্মানো তারকাকূল । অন্যদিকে, বলিউডের এই স্বার্থপরতাকে চোখে আঙুল দিয়ে দেখানো বাকিরা । বি-টাউনের এই সর্বনাশা দলবাজিকেই তাঁরা দায়ী করছেন সুশান্তের মৃত্যুর জন্য ।

‘কফি উইথ করণ’-এর মঞ্চে সুশান্তকে নিয়ে আলিয়া আর করণের ব্যঙ্গাত্মক ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই । এ বার সামনে এল শাহরুখ খান আর শাহিদ কাপুরের পুরনো একটি ভিডিও । অ্যাওয়ার্ড শোয়ে মঞ্চে ডেকে সুশান্তকে কী ভাবে অপমান করা হয়েছিল, এই ভিডিও-ই তার প্রমাণ । সুশান্ত’কে নাচতে বলা হল । কিন্তু ইচ্ছাকৃত ভাবে শাহিদের সামনে তাঁকে ছোট করলেন কিং খান । সুশান্ত অলরাউন্ডার...অভিনয়ের পাশাপাশি নাচও জানে । এমন কথা বলার পর কিং খান নিজেই বলেন, ‘এর বাড়ির ২-৪ জন হয়তো এমন কথা বলে থাকেন ।’

একই ঘটনা ঘটে একটি চ্যাট শোয়ে । সেখানে উপস্থিত ছিলেন করিনা কাপুর খান । ‘কেদারনাথ’-এ করিনার সৎ মেয়ে সারা আলি খানের সঙ্গে অভিনয় করেছিলেন সুশান্ত । কিন্তু নায়ককে যে করিনা একেবারেই পছন্দ করেন না তা বুঝিয়ে দিয়েছিলেন নিজের বক্তব্যে ।

ফের ‘কফি উইথ করণ’ । এবার গেস্ট ছিলেন সোনম কাপুর আর অনিল কাপুর । করণের ‘হট অর নট’ প্রশ্নের উত্তর দিতে গিয়ে সোনম পরিষ্কার বলেন, ‘মনে হয় হট...নাও হতে পারে । আমি ঠিক জানি না ।’

Published by: Simli Raha
First published: June 16, 2020, 3:02 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर