• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • মহিলার সঙ্গে অশ্লীল ব্যবহার, গ্রেফতার অভিনেতা বিজয়রাজ !

মহিলার সঙ্গে অশ্লীল ব্যবহার, গ্রেফতার অভিনেতা বিজয়রাজ !

গ্রেফতার বলিউডের জনপ্রিয় অভিনেতা বিজয়রাজ ৷ শ্যুটিং ইউনিটের এক মহিলার সঙ্গে অশ্লীল ব্যবহার করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিনেতা বিজয়রাজকে ৷

গ্রেফতার বলিউডের জনপ্রিয় অভিনেতা বিজয়রাজ ৷ শ্যুটিং ইউনিটের এক মহিলার সঙ্গে অশ্লীল ব্যবহার করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিনেতা বিজয়রাজকে ৷

গ্রেফতার বলিউডের জনপ্রিয় অভিনেতা বিজয়রাজ ৷ শ্যুটিং ইউনিটের এক মহিলার সঙ্গে অশ্লীল ব্যবহার করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিনেতা বিজয়রাজকে ৷

 • Share this:

  #মুম্বই: গ্রেফতার বলিউডের জনপ্রিয় অভিনেতা বিজয়রাজ ৷ শ্যুটিং ইউনিটের এক মহিলার সঙ্গে অশ্লীল ব্যবহার করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিনেতা বিজয়রাজকে ৷ খবর অনুযায়ী, মধ্যপ্রদেশে নতুন ছবি ‘শেরনি’র শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা বিজয়রাজ৷ সেই শ্যুটিং ফ্লোরেই কাণ্ডটি করে বসেন বিজয়রাজ৷ জানা গিয়েছে, শ্যুটিং ইউনিটের এক মহিলার সঙ্গে অশ্লীল ব্যবহার করেন ৫৭ বছর বয়সী এই অভিনেতা ৷ মঙ্গলবারই তাঁকে এক হোটেল থেকে গ্রেফতার করা হয় তাঁকে ৷ ১৯৯৯ সালে বলিউডে পা রাখেন বিজয়রাজ ৷ ছবির নাম ভোপাল এক্সপ্রেস ৷ তারপর একে একে বহু ছবিতেই দেখা গিয়েছে তাঁকে৷ গল্লি বয় ছবিতে রণবীর সিংয়ের বাবার চরিত্রে আলাদা করে নজর কেড়েছিলেন তিনি৷ সিনেমা ছাড়াও বহু ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে৷ সম্প্রতি মীরা নায়ারের ‘স্যুইটেবল বয়’ সিরিজেও অভিনয়ের জন্য প্রশংসা পান বিজয়রাজ ৷

  Published by:Akash Misra
  First published: