#মুম্বই: একেবারে ক্ষেপে উঠলেন অক্ষয় কুমার ঘরণী টুইঙ্কল খান্না ৷ রীতিমতো প্রতিবাদী হয়ে টুইঙ্কল সোশ্যাল সাইটে জানিয়ে দিলেন, এটা কী ধরণের সমালোচনা ৷ তবে টুইঙ্কলের এই প্রতিবাদী অনেকটাই রসিকতার ঢঙে ! তা ঠিক কী ঘটল আর কী লিখলেন টুইঙ্কল ৷
গপ্পোটা হল, হঠাৎ করে ইউটিউবের একটা লেখা নজরে পড়ল টুইঙ্কল খান্নার ৷ যা কিনা শাহরুখ ও টুইঙ্কল অভিনীত বাদশা ছবির গানের দৃশ্য ৷ আর সেই ইউটিউবের লিঙ্কের নীচে লেখা এক অদ্ভুত রিভিউ ৷
রিভিউতে লেখা রয়েছে ‘ছবির গান অনু মালিক দারুণ করেছে ৷ শাহরুখও খুব ভালো ৷ তবে যেটা সবচেয়ে ভালো, এই গানে টুইঙ্কলের নাভি খুব সুন্দর করে দেখানো হয়েছে ৷ খুব কাছ থেকে সবাই টুইঙ্কলের নাভি দেখতে পেয়েছে ...’
এরকম এক রিভিউ পরেই ক্ষেপে গেলেন টুইঙ্কল ৷ তবে রিভিউ নিয়ে রসিকতাও করলেন বটে, ইনস্টাগ্রামে এই রিভিউয়ের স্ক্রিন শট শেয়ার করে টুইঙ্কল লিখলেন, ‘যাক আমার ছবির রিভিউয়েও আমাকে নিয়ে কিছুটা প্রশংসা রয়েছে !’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Twinkle Khanna