#মুম্বই: বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন অভিনেতা শ্রেয়স তলপড়ে (Shreyas Talpade)। অভিনেতার দাবি, ইন্ডাস্ট্রিতে তাঁর বন্ধুরাই তাঁকে পিছন থেকে ছুরি মেরেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শ্রেয়স বলেছেন, 'এমন অনেক সময় ছিল যখন কয়েকজন অভিনেতা আমার সঙ্গে কাজ করতে অস্বীকার করেছিলেন। কারণ হিসেবে বলা হয়েছিল তাঁরা নিরাপদ অনুভব করছিলেন না।'
'ইকবাল' ছবিতে অভিনয় করে ক্রিটিক্স ও বাণিজ্যিক দু'ধরনের ছবির দর্শকেরই ভালোবাসা পেয়েছিলেন শ্রেয়স। তাঁর মতে, ইন্ডাস্ট্রির মাত্র ১০ শতাংশ মানুষই খাঁটি। একটি উল্লেখযোগ্য সংবাদপত্রকে সাক্ষাৎকার দেওয়ার সময় শ্রেয়স দাবি করেছেন, সিনেমার জগতে নিজেকে বিক্রি করতে তিনি অপারগ। যদিও তাঁর কাজই আসল কথা বলবে বলে দাবি করেছেন অভিনেতা।
সাক্ষাৎকারে সরাসরি শ্রেয়স অভিযোগ করে বলেছেন, 'আমি দেখেছিলাম কয়েকজন অভিনেতা আমি ছবিতে থাকলে অভিনয় করতে রাজি হননি। কয়েকটা ছবি আমি আমার বন্ধুদের জন্যই করেছিলাম, পরে দেখেছি তাঁরাই আমাকে পিছন থেকে ছুরি মেরেছেন। অনেকে আবার তার পরেও ছবি করেছেন তবে আমাকে ডাকার আর প্রয়োজন মনে করেননি। এতে একটাই প্রশ্ন ওঠে, তাঁরা আদৌ কি বন্ধু? আসলে, এই ইন্ডাস্ট্রিতে ১০ শতাংশ লোকই আপনার ভালো হলে খুশি হন। বাকি সব ইগোয় ভরা।'
বক্স অফিসে শ্রেয়সের শেষ ছবি ছিল 'সেটার্স'। ইকবাল ছাড়াও, 'আপনা সপনা মানি মানি', 'ওম শান্তি ওম', 'ওয়েলকাম টু সজ্জনপুর', 'গোলমাল রিটার্নস', 'গোলমাল ৩'-এর মতো ছবিতে দেখা মিলছে তাঁর। পোস্টার বয়েজ নামের একটি ছবি পরিচালনাও করেছেন শ্রেয়স তলপড়ে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Shreyas Talpade