#মুম্বই: শিল্পা শেট্টি মানেই চূড়ান্ত লাস্য৷ তাঁর কোমরের ঠুমকায় এখনও কুপোকাৎ হাজারো পুরুষ হৃদয়৷ নিজেও একইভাবে ধরে রেখেছেন তিনি৷ এক ছেলের মা শিল্পা নিয়মিত শরীরচর্চা করে৷ শুধু নিজে কেন, পরিবারের সকলের ওপরই সেই প্রভাব ফেলেছেন তিনি৷ স্বামী রাজ কুন্দ্রাও শিল্পার পথে হাঁটতে শুরু করেছেন৷ ছবিতে খুব বেশি দেখা না গেলেও শিল্পা কিন্তু সমানভাবেই জনপ্রিয়৷ একটি জনপ্রিয় ডান্স রিয়ালিটি শোয়ের বিচারক তিনি৷ সেখানে তাঁর নখরা ভালই দেখতে পান দর্শকরা৷ এবার দেখুন শিল্পার আরও এক ভিডিও যা দেখলে চোখ কপালে উঠবে!
আরও পড়ুন দ্বিতীয় হানিমুনের মজা নিতে সুইৎজারল্যান্ডে গেলেন এই অভিনেত্রী, দেখুন ছবি
শিল্পা নিয়মিত যোগ ব্যায়মে করেন৷ এবং তিনি অনেক সময় ট্রেনও করেন অনেকেকে৷ তাঁর ডায়েট তিনি তাঁর ভক্তদের সঙ্গে শেয়ারও করেন৷ তবে রবিরার করে তিনি মিষ্টিও খান৷ এমন ভিডিও পোস্ট করেন তিনি৷ তবে এবার তিনি পোস্ট করলেন তাঁর শরীরচর্চার ভিডিও৷ যা দেখে অনেকেই অনুপ্রাণিত হবেন৷ দেখুন ভিডিওটি---
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood Actor, Fitness, Shilpa Shetty