Home /News /entertainment /
মেকআপ আর্টিস্টের বোনের বিয়েতে গেলেন শাহরুখ খান, ভাইরাল হল ভিডিও

মেকআপ আর্টিস্টের বোনের বিয়েতে গেলেন শাহরুখ খান, ভাইরাল হল ভিডিও

সেই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷ ভাইরাল হয়ে যায় সেটি ৷

  • Share this:

    #মুম্বই: তিনি বলিউডের বাদশাহ ৷ তিনি শাহরুখ খান ৷ কিন্তু তা সত্ত্বেও পা রেখে চলেন মাটিতেই ৷ তাই নিজের হেয়ারস্টাইলিস্টের বোনের বিয়েতে সশরীরে উপস্থিত হয়ে গেলেন শাহরুখ ৷ সম্প্রতি শাহরুখ খানের হেয়ারস্টাইলিস্ট রাজ গুপ্তার বোনের বিয়ে ছিল ৷ সেখানে আমন্ত্রিত ছিলেন কিং খান ৷ অন্যান্য বহু অতিথিরাও নিমন্ত্রিত ছিলেন ৷ সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন স্বপ্নের সেই নায়ককে কাছ থেকে দেখতে পাওয়ার জন্য ৷ অবশেষে কালো স্যুট-ব্লেজারে দেখা দিলেন কিং খান ৷ নবদম্পতিতে জড়িয়ে ধরে আশীর্বাদও করেন তিনি ৷ সেই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷ ভাইরাল হয়ে যায় সেটি ৷

    First published:

    Tags: Hairstylist, Mumbai, Shah Rukh Khan

    পরবর্তী খবর