হোম /খবর /বিনোদন /
'টাইগার আহত'! সলমনকে দেখেই চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে, চোট কতটা গুরুতর?

Salman Khan:'টাইগার আহত'! সলমনকে দেখেই চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে, চোট কতটা গুরুতর?

'টাইগার আহত'! সলমনকে দেখেই চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে, চোট কতটা গুরুতর?

'টাইগার আহত'! সলমনকে দেখেই চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে, চোট কতটা গুরুতর?

Salman Khan: সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন সলমন খান, যা দেখে চিন্তায় পড়েছেন ভক্তরা৷ bollywood actor salman khan gets injured on shooting set photos goes viral

  • Share this:

মুম্বই: দিনকয়েক আগেই কলকাতায় ঝড় তুলে গেছেন সলমন খান৷ আপতত মুম্বইতে ফিরেই শুটিং নিয়ে ব্যস্ত থাকার কথা ভাইজানের৷ ‘টাইগার ৩’ ছবির শুটিং সদ্যই শুরু হয়েছে৷ ইতিমধ্যেই ছবি নিয়ে উত্তেজনা শুরু হয়েছে ভক্তদের মধ্যে৷ তার মধ্যেই সলমনের ছবি দেখেই আঁতকে উঠেছেন ভক্তরা৷

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন সলমন খান, যা দেখে চিন্তায় পড়েছেন ভক্তরা৷ ছবিতে দেখা যাচ্ছে, ক্যামেরার দিকে পিছন ফিরে তাকিয়ে রয়েছেন সলমন৷ অভিনেতার পিঠে লাগানো বিশেষ টেপ সকলের নজর কেড়েছে৷ শরীরের কোথায় ব্যথা লাগলে এই বিশেষ টেপ লাগানোর পরামর্শ দেন চিকিৎসকেরা৷ এই ছবি দেখেই চমকে উঠেছেন ভক্তরা৷

 আরও পড়ুন-৬২-তেও রূপের আগুন ঝরাচ্ছে সঙ্গীতা বিজলানি, বলে বলে ১০ গোল দেবে যে কোনও সুন্দরীকে

আরও পড়ুন-লিভ-ইন এর পর ব্রেক আপ! ‘খুবই কঠিন ছিল’, রণবীরের সঙ্গে বিচ্ছেদ নিয়ে গোপন কথা ফাঁস দীপিকার

সলমন নিজের ছবির সঙ্গে একটি ক্যাপশনও লিখেছেন৷ যেখানে লেখা রয়েছে-‘যখন কেউ ভাবা যে সে সারা পৃথিবীর ওজন নিজের কাঁধে তুলে নিয়েছে৷ তখন আমি বলি, আগে পাঁচ কিলো ডাম্বল তুলে দেখাও৷ টাইগার আহত’৷ ছবি দেখেই বোঝা যাচ্ছে শুটিং করতে গিয়েই পিঠে চোট পেয়েছেন অভিনেতা৷ তবে চোট কতটা গুরুতর তা বোঝা যাচ্ছে না৷

অভিনেতার চোট পাওয়া দেখেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷ এই ছবি ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷ ছবি দেখেই চিন্তার ভাঁজ পড়েছে অনুরাগীদের কপালে৷

ভক্তরা সকলেই তার আরোগ্য কামনা করেছেন৷ কমেন্টে ভক্তরা জানতে চেয়েছেন, কী হয়েছে আপনার? তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠুন কেউ বলেছেন, বাঘ সব থেকে ভয়ঙ্কর৷ ব্যক্তিগত কারণেই হোক কিংবা সিনেমার জন্যই হোক সর্বদাই লাইমলাইটের শীর্ষে থাকেন সলমন খান। আপাতত ‘টাইগার ৩’ ছবি নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা টগবগিয়ে ফুটছে দর্শকদের মধ্যে৷

Published by:Riya Das
First published:

Tags: Bollywood actor, Salman Khan, Viral Photos