Home /News /entertainment /

'গাড়িটা বিক্রি করতেই হল, আর চলছিল না', লকডাউেন টিভি অভিনেতার করুণ কাহিনি

'গাড়িটা বিক্রি করতেই হল, আর চলছিল না', লকডাউেন টিভি অভিনেতার করুণ কাহিনি

Representative Image

Representative Image

লকডাউনে কাজ অনেকদিন বন্ধ৷ হাতের টাকাও ফুরিয়ে এসেছে৷ শেষ শোয়ের টাকা এখনও হাতে আসেনি, অগত্যা...

 • Share this:

  #মুম্বই: লকডাউেন কাজ বন্ধ৷ তাই অনেক টেলি অভিনেতার রোজগারও বন্ধ হয়েছে৷ তারা মুখোমুখি হচ্ছেন আর্থিক অনটনের৷ এই অবস্থায় উপার্যনের কোনও উপায় না দেখে শেষ পর্যন্ত নিজের শখের গাড়িটা বিক্রি করতে হল অভিনেতা মানস শাহকে৷ তাঁর শেষ শো হামারি বহু সিল্কে অভিনয়ের পারিশ্রমিক এখনও হাতে পাননি তিনি৷ এমনই জানিয়েছেন অভিনেতা৷

  মানস বলছেন 'এত বড় আর্থিক কষ্টে কখনও পড়িনি৷ এবার অবস্থা খুবই শোচনীয়৷ বাঁচার জন্য নিজের গাড়িটা বেচে দিতে হল৷ এমনকী ভাড়া বাড়ি ছেড়ে তুতো ভাইয়ের কাছে এসে উঠেছি'৷

  অভিনেতা জানিয়েছেন যে, ২মে ২০১৯-এ তাঁদের শ্যুটিং শুরু হয়েছিল৷ শেষ শ্যুট হয়েছিল ৫ নভেম্বর ২০১৯৷ শুধুমাত্র মে মাসের পারিশ্রমিকই পেয়েছেন সকলে৷ যা সেপ্টেম্বরে দেওয়ার কথা থাকলেও মেলে অক্টোবর মাসে৷ তারপর থেকে একটা পয়সাও অভিনেতার পাননি বলেই মানসের অভিযোগ৷

  'এর থেকে আর খারাপ কোনও সময় হতে পারে না', বলছেন তিনি৷ কারণ নিজে সংসার সামলানোর সঙ্গে তাঁকে বৃদ্ধ মা-বাবারও খেয়াল রাখতে হয়৷ তাঁর বাবা অবসরপ্রাপ্ত ব্যাঙ্কের কর্মী৷ থাকেন আহমেদাবাদে৷

  Actor Manas Shah Actor Manas Shah

  একদিকে এতদিন শ্যুটিং-এর টাকা পাননি, তার ওপর লকডাউনের খাঁড়া৷ দুয়ে মিলে নাজেহাল অবস্থা মানস শাহের৷ বর্তমানে কাজ বন্ধ এবং ভবিষ্য়তও অন্ধকারে তাঁদের৷ কবে শ্যুটিং শুরু হবে এখনও নিশ্চিত নয়৷ আপাতত গাড়ি বেচে দিন চালাচ্ছেন কিন্তু কী হবে এরপর, আশঙ্কায় অভিনেতা৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Actor, Lockdown

  পরবর্তী খবর