Home /News /entertainment /
Boman Irani: ৯৪ বছরের 'তারকা' মা-কে চিরতরে হারালেন বোমান ইরানি!

Boman Irani: ৯৪ বছরের 'তারকা' মা-কে চিরতরে হারালেন বোমান ইরানি!

মায়ের সঙ্গে বোমান ইরানি।

মায়ের সঙ্গে বোমান ইরানি।

বুধবার সকালে নিজের মা-কে চিরদিনের জন্য হারালেন অভিনেতা বোমান ইরানি (Boman Irani)।

 • Share this:

  #মুম্বই: বুধবার সকালে নিজের মা-কে চিরদিনের জন্য হারালেন অভিনেতা বোমান ইরানি (Boman Irani)। অভিনেতার মা জেরবানু ইরানির (Jerbanoo Irani) মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর। এদিন সন্ধেয় নিজেই মায়ের একটি আদুরে ছবি পোস্ট করে ভক্তদের এই খবর জানিয়েছেন অভিনেতা। নিজের মা-কে একজন 'তারকা' উল্লেখ করে পোস্টে বোমান লিখেছেন, 'মা ইরানি আজ সকালে ঘুমের মধ্যে শান্তিতেই প্রয়াত হয়েছেন। ৩২ বছর বয়স থেকে আমার মা ও বাবা তিনিই ছিলেন। কী অসাধারণ একজন মানুষ ছিলেন তিনি।'

  ৬১ বছরের অভিনেতা মায়ের সঙ্গে তাঁর ছোটবেলার নানা স্মৃতির কথা রোমন্থন করে পোস্টে আরও লিখেছেন, 'মজার মজার সব গল্প তিনিই শুধু বলতে পারতেন। তাঁর জ্ঞানভাণ্ডারও ছিল বিস্তৃত। অভিনেতার কথায়, তাঁর মায়ের জ্ঞান আর স্মৃতি উইকিপিডিয়া বা আইএমডিবি-র থেকে কিছু কম ছিল না। ছোটবেলায় বোমানের বন্ধুদেরও তিনি নিজের ছেলের মতোই ভালবাসতেন। যখনই তাঁরা দল বেঁধে ছবি দেখতে যেতেন, বোমানের মা জমানো সঞ্চয় থেকে বোমান আর তাঁর বন্ধুদের পপকর্ন খাওয়ার জন্য অর্থ দিতেন।'

  View this post on Instagram

  A post shared by Boman Irani (@boman_irani)

  বোমান আরও লিখেছেন, 'শেষ রাতে তিনি মালাই কুলফি ও একটু আম খেতে চেয়েছিলেন। তিনি এমনই ছিলেন যে আচমকা চাঁদ ও তারাও চেয়ে বসতে পারতেন। তিনি ছিলেন, এবং চিরকাল তিনি একজন তারকা হয়েই থাকবেন।' গত নভেম্বর মাসেই ৯৪ বছরের জন্মদিন পালন করেছিলেন বোমানের মা। সেদিন নিজের মায়ের সঙ্গে একটি দারুণ ছবি পোস্ট করেছিলেন বোমান। মা-কে চিরকালের সেরা উল্লেখ করে বোমান লিখেছিলেন, 'তুমি একটা গোটা প্রজন্মকে অনুপ্রেরণা দিতে পেরেছ। তোমার সেন্স অফ হিউমার আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলেছে।'

  View this post on Instagram

  A post shared by Boman Irani (@boman_irani)

  বলিউডে জনপ্রিয়তার নিরিখে বেশ উচ্চস্থানে রয়েছেন অভিনেতা বোমান ইরানি। মুন্না ভাই এম বি বি এস, ম্যায় হু না, বীর জারা, ডন, লাগে রহো মুন্না ভাই, হে বেবি, দোস্তানা, ৩ ইডিয়টস, হাউজফুল, সঞ্জুর মতো একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি।

  Published by:Raima Chakraborty
  First published:

  Tags: Bollywood, Boman irani

  পরবর্তী খবর