হোম /খবর /বিনোদন /
জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়তে প্লাস্টিক ব্যবহার কমান, আর্জি অভিনেতা অর্জুনের

জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়তে প্লাস্টিক ব্যবহার কমান, আর্জি অভিনেতা অর্জুনের

পরিবেশ বাঁচানো জন্য অনেক তারকাই সরব হয়েছেন৷ যার মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, অনুষ্কা শর্মা, অক্ষয় কুমার আরও অনেকে৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বদলাচ্ছে জলবায়ু৷ এই পরিবর্তনের পিছনে রয়েছে আমাদের নিষ্ঠুরতা৷ যেভাবে আমরা পরিবেশ ও পৃথিবীর ওপর অত্যাচার চালাচ্ছি, তারই মাশুল দিতে হচ্ছে আমাদের৷ এবার সেই বিষয়ে নিজেদের বক্তব্য রাখতে শুরু করলেন বলিউড তারকারা৷ ভূমি পেডনেকরের উদ্যোগে একে একে নিজেদের বক্তব্য রাখছেন অনেক অভিনেতা-অভিনেত্রী৷

World Environment Day উপলক্ষ্য এবার নিজের কথা তুলে ধরলেন অর্জুন কাপুর৷ তাঁর মতে প্লাস্টিকের ব্যবহার ধীরধীরে কমানো উচিৎ৷ অর্জুন বলছেন, ইতিমধ্যেই আমরা পরিবেশের প্রচুর ক্ষতি করে ফেলেছি৷ কখনও জেনে বা কখনও অজান্তেই৷ এতে সমুদ্র ও সামুদ্রিক জীবনে অনেক ক্ষতি হয়েছে৷ এবার সেই অভ্যাস বদল করে আমরা সবাই মিলে পৃথিবীকে বাঁচাতে উদ্যোগী হই৷

পরিবেশ বাঁচানো জন্য অনেক তারকাই সরব হয়েছেন৷ যার মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, অনুষ্কা শর্মা, অক্ষয় কুমার আরও অনেকে৷

Published by:Pooja Basu
First published:

Tags: Arjun kapoor, Bollywood