#CWC2019: বিশ্বকাপের মরশুমেই বড় পর্দায় সৌরভের গল্প, পোস্টারে ভেসে এল জার্সি ওড়ানোর ছবি

#CWC2019: বিশ্বকাপের মরশুমেই বড় পর্দায় সৌরভের গল্প, পোস্টারে ভেসে এল জার্সি ওড়ানোর ছবি

Photo Courtesy - Twitter

 • Share this:

  #মুম্বই: ধোনির বায়োপিক হয়েছে, তেন্ডুলকরের কাহিনিও উঠে এসেছে সিলভার স্ক্রিনে ৷ এছাড়াও মিলখা সিং, মেরি কমের গল্পও জনপ্রিয় হয়েছিল সিলভার স্ক্রিনে ৷ তবে সৌরভকে নিয়ে সিনেমা হয়নি ৷ অপেক্ষার অবসান ৷ এবার দাদা-র গল্প নিয়ে হবে সিনেমা ৷ ইতিমধ্যেই ছবি-র পোস্টার রিলিজ হয়ে গেছে ৷

  তবে ‘দুসরা’ দাদা-র বায়োপিক হবে না ৷ ন্যাটওয়েস্ট ট্রফি ও সৌরভের লড়াইের গল্প উঠে আসবে এই চলচ্চিত্রে ৷ তবে পুরোটাই হবে এক কিশোরীর চোখ দিয়ে ৷ ভারতীয় সমাজে ক্রিকেট কীভাবে বদলে দিয়েছে তার গল্পও উঠে আসবে এই সিনেমায় ৷ ছবির পরিচালক অভিনয় দেও ৷ অভিনয়ের আগের সিনেমা ডেলি বেলি, ব্ল্যাকমেলের মতো ছবির পরিচালনা করেছেন ৷

  পরিচালক অভিনয় দেও খুবই উচ্ছ্বসিত এই প্রজেক্ট নিয়ে, তিনি জানিয়েছেন, ‘‘একটা যুগ শেষ করেছিলেন সৌরভ, একটা অসহায় আত্মসমর্পণের শেষ হয়েছিল, ন্যাটওয়েস্টের ফাইনালে একটা দৃষ্টিভঙ্গীর বদল হয়েছিল ৷ সমাজ ও পরিবারের দ্বারা চাপে থাকা একটি মেয়ের জীবনের বদলের গল্পও আসবে এই সূত্র ধরে৷ ’’

  আরও দেখুন

  First published:

  লেটেস্ট খবর