দেবপ্রিয় দত্ত মজুমদার
#কলকাতা: শীত এলেই গরম পোশাক, কমলা লেবুর যেমন চল হয়। তেমনই কলকাতায় এলে শুরু হয়ে যায় বললিউডই ভিড়। অজয় দেবগন এখনও শহর ছাড়েননি। এরই মধ্যে এলেন আমিরি খবর। কলকাতায় শ্যুটিং করতে আসছেন আমির খান। ফরেস্ট গাম্প ছবির রিমেক এই ছবি। ছবির নাম লাল সিং চাড্ডা। একদিনের জন্যই আসছেন আমির৷ ৮ ই ডিসেম্বর হাওড়া ব্রিজে ঝলক মিলবে মিস্টার পারফেকশনিস্টের। ঠগস যেমন ঠকিয়ে দিলো আমির আর দর্শককে ঠকবেন না বলেই মনে হয়। ডেইলি প্যাসেঞ্জের কেউ হঠাৎ আমিরকে দেখে ঘাবড়াবেন না। সংশয়ও রাখবেন না। আপনি ঠিক যে দেখছেন।