#মুম্বই: বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ছেলে জুনেইদ খান সমপ্রতি খবররে শিরোনামে ৷ জুনেদকে নিয়ে সমপ্রতি একটি খবর প্রকাশ্যে এসেছে সেটি হল মালায়ালাম ছবির হিন্দি রিমেকে অভিনয়ের মাধ্যমেই বলিউডে এন্ট্রি নিতে চলেছেন ৷ কিন্তু পরিচালক নীরজ পান্ডের প্রোডাকশনের নির্মিত হবে এই ছবি, ছবির অডিশনে নাকি আমির পুত্রকে নির্বাচিত করা হয়নি ৷
এই খবরে সরগরম হয়েচে সোশ্যাল মিডিয়া ৷ যাঁর বাবা বলিউডে রাজত্ব করেন তাঁকেই প্রথম ছবির জন্য রিজেক্ট করা হয়েছে ৷ সত্যিই চমকে দেওয়ার মত ঘটনা এটা ৷ জানতে পারা গিয়েছে আমির খানের ছেলেকে সঙ্গ দিতে ৷ পপিমুনে প্রকাশিত একটি খবরের ভিত্তিতে জানতে পারা গিয়েছে জুনেদ খান খুব তাড়াতাড়ি যশরাজ ফিল্মসের মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন ৷ সূত্রের খবর এই ছবিতে সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালক এই ছবির ৷
জুনেইদ এক ঠক বাবার ভূমিকায় অভিনয় করবেন ৷ ছবিতে জুনেদের বিপরীতে অভিনয় করবেন বান্টি অউর বাবলি ২ ছায়াছবিতে ডেবিউ করেচিলেন শর্বরী বাঘ রয়েছেন ৷ জানতে পারা গিয়েছে এই ছবি ১৮৬২ সালে জাদুনাথজি বৃজনাথজি মহারাজে কেসের উপর সত্য ঘটনা অবলম্বনে রচিত ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।