Home /News /entertainment /
কঠিন সময়ে পাশে আমির খান! ধন্যবাদ জানিয়ে যে চিঠি গিয়েছিল অভিনেতার কাছে...

কঠিন সময়ে পাশে আমির খান! ধন্যবাদ জানিয়ে যে চিঠি গিয়েছিল অভিনেতার কাছে...

২০১৬-এ মুক্তি পাওয়া আমিরের ছবি দঙ্গলে প্রথম দেখা গিয়েছিল জায়রা ওয়াসিমকে৷ ভারতে এই ছবি ছিল হিট৷ এমনকি চিনেও ছবিটি পছন্দ করেছিলেন দর্শক৷

 • Share this:

  #মুম্বই: আমিরের ছবির ফলে টিকে গিয়েছিল হল মালিকের ব্যবসা৷ শুধুমাত্র ছবি হিট হওয়া নয়, মন্দা ব্যবসাকে আবার চাঙ্গা করে তুললেন আমির৷ সেই কারণে ধন্যবাদ জানিয়ে অভিনেতাকে চিঠিও পাঠিয়েছিলেন হল মালিক৷ চিঠিতে তিনি আমির খানকে ধন্যবাদ জানিয়ে ছিলেন দঙ্গল ছবিটি তৈরি করার জন্য৷ কঠিন সময় আমিরের ছবিতেই বেঁচে গিয়েছেল ব্যবসা৷ ফলে বন্ধ হতে চলা সিঙ্গল স্ক্রিন ফের একবার রমরম করে চলতে শুরু করে৷

  দঙ্গল মুক্তির পর এমন ২টি চিঠি গিয়েছিল আমির খানের কাছে৷ এবং দুটি চিঠিই লিখেছিলেন দুই সিঙ্গিল স্ক্রিনের মালিক৷ নোটবন্দির সময় থেকে ধুকতে থাকে তাদের ব্যবসা৷ মাল্টিপ্লেক্সের কারণে একেই তাদের হলগুলি বন্ধ হওয়ার মুখে৷ তার ওপর নোটবন্দি তাদের ব্যবসায় আরও খারাপ প্রভাব ফেলে৷ ফলে একেবারে হল বন্ধের মুখে দাঁড়ান এই দুই হলে মালিকই৷ রায়গড়ের এক হল মালিক লিখেছেন যে, দঙ্গল মুক্তির পর বোঝা গিয়েছে যে সিনেমার কমতি নেই, কিন্তু ভাল সিনেমা কম রিলিজ হয়৷ যার কারণে এই অবস্থা হচ্ছে তাদের৷ অন্যদিকে ঘাসনা (গাজিয়াবাদ)-র এক এক্সিবিটার জানান যে দঙ্গল চলার ফলে কীভাবে বন্ধ হয়ে যাওয়ার হাত থেকে মুক্তি পেয়েছে শহরের এক সিঙ্গল স্ক্রিন!

  ২০১৬-এ মুক্তি পাওয়া আমিরের ছবি দঙ্গলে প্রথম দেখা গিয়েছিল জায়রা ওয়াসিমকে৷ ভারতে এই ছবি ছিল হিট৷ এমনকি চিনেও ছবিটি পছন্দ করেছিলেন দর্শক৷ পরবর্তীতে জায়রা বলিউডকে বিদায় জানালেও ফাতিমা সানা শেখ এবং সন্যা মলহোত্রা বলিউডে চুটিয়ে কাজ করছেন৷ সম্প্রতি অনুরাগ বসুর লুডো ছবিতে দেখা গিয়েছে দু’জনকেই৷ কুস্তিগির ফোগত বোনদের ওপর তৈরি হয় দঙ্গল, যা বক্স অফিসে চূড়ান্ত হিট হয়েছিল৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Aamir Khan

  পরবর্তী খবর