হোম /খবর /বিনোদন /
প্রেমিক রোহমানের সঙ্গে কি বিচ্ছেদ সুস্মিতার? রহস্যজনক পোস্ট ঘিরে জল্পনা

প্রেমিক রোহমানের সঙ্গে কি বিচ্ছেদ সুস্মিতার? রহস্যজনক পোস্ট ঘিরে জল্পনা

ইনস্টাগ্রামে সুস্মিতার একটি রহস্যজনক পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে। সেই পোস্টে পুরুষদের প্রতি অসূয়া প্রকাশ করেছেন অভিনেত্রী। আর সেই পোস্ট দেখেই নেটিজেনদের জল্পনা, তবে কি ৪৫ বছরের অভিনেত্রীর সম্পর্কে চিঁড় ধরল?

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বিশ্বসুন্দরী সুস্মিতা সেন ও তাঁর প্রেমিক রোহমান শলের সম্পর্কে কি ভাঙন ধরল? ইনস্টাগ্রামে সুস্মিতার একটি রহস্যজনক পোস্ট ঘিরে এমনই জল্পনা শুরু হয়েছে। সেই পোস্টে পুরুষদের প্রতি অসূয়া প্রকাশ করেছেন অভিনেত্রী। আর সেই পোস্ট দেখেই নেটিজেনদের জল্পনা, তবে কি ৪৫ বছরের অভিনেত্রীর সম্পর্কে চিঁড় ধরল?

সুস্মিতা ইনস্টাগ্রামের একটি পোস্টে লেখেন, সমস্যাটা হল মহিলারা ভাবেন, পুরুষটির মধ্যে পরিবর্তন আসবে। কিন্তু সেটা হয় না। আর পুরুষরা ভাবেন, একজন মহিলা কখনও ছেড়ে যেতে পারবেন না। কিন্তু সে চলে যায়।

এই পোস্টের পরেই সুস্মিতার অনুরাগীদের মধ্যে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। মন ভেঙেছে তাঁদের। অনেকেই পোস্টের তলায় প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, প্লিজ বলবেন না আপনি ব্রেক আপ করেছেন। আমি আপনার বিয়ের জন্যই অপেক্ষা করছিলাম। হৃদয় ভেঙে গেল। আর একজন অনুরাগী লিখেছেন, আশা করি রোহমানের সঙ্গে সব ঠিক আছে।

সুস্মিতার এই মন্তব্যের সমর্থনেও অনেকে কমেন্ট করেছেন। আবার পাশাপাশি সমস্ত পুরুষকে একই চোখে এভাবে বিচার করার বিষয়টি ভালো ভাবে দেখছেন না অনেকে।

প্রসঙ্গত, ২০১৮ সালে রোহমানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন। সেই সম্পর্কের কথা লুকোননি কেউই। সোশ্যাল মিডিয়ায়ও বিভিন্ন ছবি একসঙ্গে পোস্ট করতেন তাঁরা। সুস্মিতা ও তাঁর দুই মেয়ে রেনি ও আলিশার সঙ্গেই থাকতেন রোহমান। একসঙ্গে তাঁদের গানবাজনাও করতে দেখা গিয়েছে। অভিনয় জগত থেকে বহু দূরে চলে গিয়েছিলেন সুস্মিতা। কিছুদিন আগে রাম মাধবনির ওয়েব সিরিজ আর্য-তে কামব্যাক হয় তাঁর। এই সিরিজে সুস্মিতা ছাড়াও রয়েছেন চন্দ্রচূড় সিং, সিকান্দার খের ও নমিত দাস।

Published by:Swaralipi Dasgupta
First published:

Tags: Sushmita Sen