• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • BOLLYWOOD 45 CREW MEMBERS WHO WERE SUPPOSED TO START WORK ON AKSHAY KUMARS RAM SETU HAVE REPORTEDLY TESTED POSITIVE FOR THE CORONAVIRUS RC

Akshay Kumar: অক্ষয়ের পর 'রাম সেতু' ছবির প্রায় ৪৫ জন কলাকুশলী কোভিড পজিটিভ!

অক্ষয়ের পর 'রাম সেতু' ছবির প্রায় ৪৫ জন কলাকুশলী কোভিড পজিটিভ!

কয়েকদিন আগেই 'রাম সেতু' (Ram Setu) ছবির শ্যুটিং শুরু করেছিলেন অক্ষয় কুমার। সেই ছবির সেট থেকেই করোনা (Corona) পজিটিভ হয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। তার পরেই জানা গিয়েছে, ছবির সেটের প্রায় ৪৫ জন কলাকুশলী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 • Share this:

  #মুম্বই: কয়েকদিন আগেই 'রাম সেতু' (Ram Setu) ছবির শ্যুটিং শুরু করেছিলেন অক্ষয় কুমার। সেই ছবির সেট থেকেই করোনা (Corona) পজিটিভ হয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। তার পরেই জানা গিয়েছে, ছবির সেটের প্রায় ৪৫ জন কলাকুশলী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার অক্ষয় নিজেই সোশ্যাল মিডিয়ায় করোনা (Coronavirus) পজিটিভ হওয়ার কথা ঘোষণা করেছেন। সোমবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  ছবির শ্যুটিংয়ের জন্য প্রায় ১০০ জন ক্রিউ সদস্যের যোগ দেওয়ার কথা ছিল। সোমবার মুম্বইয়ের মাঢ আইল্যান্ডে থাকার সময়ই ৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন জানা যায়। ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পরই এই ছবির শ্যুটিংয়ের প্রায় অর্ধেক ক্রিউ সদস্য ভাইরােস আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের জেনারেল সেক্রেটারি অশোক দুবে বলেছেন, 'রাম সেতুর সেটে সব রকম সতর্কতা নেওয়া হয়েছে। দুর্ভাগ্যবশত ৪৫ জন জুনিয়র আর্টিস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের সবাইকে কোয়ারান্টিনে রাখা হয়েছে।'

  গত রবিবার করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন আক্কি। জানিয়েছিলেন নিজের বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি । করোনা সংক্রমণের কথা জানিয়ে নায়ক লেখেন, সব নিয়ম মেনেই তিনি আইসোলেশনে রয়েছেন। গত ক'দিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের সচেতন করেছিলেন এবং বলেছেন সঠিকভাবে নিজেদের খেয়াল রাখতে৷

  কিন্তু সোমবার বেলা হতেই জানা যায়, ৫৩ বছরের অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হতে আজ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ দিন নিজেই ট্যুইট করে অক্ষয় জানান, তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। আশা করছেন খুব তাড়াতাড়ি আবার বাড়ি ফিরে আসতে পারবেন। সকলের প্রার্থনা, শুভেচ্ছে এবং শুভকামনার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন অক্ষয়। তিনি ভাল আছেন, তবে সাবধানতা অবলম্বনের তাগিদেই হাসপাতালে ভর্তি হচ্ছেন বলেও জানান অভিনেতা।

  Published by:Raima Chakraborty
  First published: