'কুছ কুছ হোতা হ্যয়'-এর ২০ বছর ! জানেন রানি ও সলমনের জায়গায় প্রথমে কাদের অভিনয় করার কথা ছিল ?

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: দেখতে দেখতে ২০ বছর পার হয়ে গেল ! ১৯৯৮ সালে আসমুদ্র হিমাচলে ঝড় তোলা ছবিটি আজও দর্শক মনে তরতাজা! সব রেকর্ড ভেঙে ইতিহাস তৈরি করেছিল ‘কুছ কুছ হোতা হ্যয়’! শাহরুখ, কাজলের

    ম্যাজিক-এর সঙ্গে নয়া মুখ রানি মুখোপাধ্যায়... সৃষ্টি হল আয়লা! সাত থেকে সত্তর পছন্দ করে ফেলল হাস্কি গলার, ১৯ বছরের তন্বী তরুণী রানিকে! সবার মুখে ঘুরে ফিরে তখন একটাই নাম--- 'টিনা'!

    কিন্তু জানেন কি, 'টিনা'র চরিত্রের জন্য পরিচালক করণ জোহরের প্রথম পছন্দ রানি ছিল না! করণ টুইঙ্কল খান্নাকে প্রথম অফারটা দেন! কিন্তু টুইঙ্কল ফিরিয়ে দেন পরিচালককে! টিনার চরিত্রের জন্য টুইঙ্কলকে এতটাই পছন্দ ছিল করণের যে তিনি ছবিতেও চরিত্রের নাম রেখেছিলেন টিনা, বাস্তবে যা টুইঙ্কলেরই ডাক নাম। এর পরেই শাহরুখের কথা মতো রোলটা চলে যায় রানি মুখোপাধ্যায়ের কাছে।

    আর 'আমন' ওরফে সলমনের চরিত্রের প্রথম অফার গিয়েছিল সেফ আলি খানের কাছে। সেফও রাজি হন নি! এরপর করণ জোহরের বাড়িতে একটি অনুষ্ঠানে সলমন এসেছিলেন। সেখানেই সলমনকে আমানের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন পরিচালক। এক মুহূর্ত না ভেবে রাজি হয়ে যান সলমন।

    আরও পড়ুন-ক্লাস ইলেভনে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ‘জীবন জ্যাোতি’র নায়িকা ঐন্দ্রিলা

    First published:

    Tags: 20 years, Karan johar, Kuch kuch hota hai, Rani Mukherjee, Saif Ali khan, Salman Khan, Twinkle Khanna, Unknown facts