Home /News /entertainment /
CAA-এর সমর্থনে বলিউড তারকারা, ট্যুইটারে ভিডিও প্রকাশ বিজেপির

CAA-এর সমর্থনে বলিউড তারকারা, ট্যুইটারে ভিডিও প্রকাশ বিজেপির

বিজেপির ট্যুইট করা ভিডিওতে CAA-এর সমর্থনে সরব হল বলিউড

 • Share this:

  #মুম্বই: দীপিকা পাড়ুকোন জেএনইউ-য়ের ক্যাম্পাসে ৷ মুখে কিছু না বললেও, জেএনইউ কাণ্ডে পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি৷ অন্যদিকে, অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নু, জোয়া আখতার, বিশাল ভরদ্বাজরা রাজপথে নেমে জেএনইউ কাণ্ডের প্রতিবাদে সরব ৷ ঠিক এরকমই পরিস্থিতির মাঝে বিজেপি তাদের ট্যুইটারে প্রকাশ করলেন এক ভিডিও ৷ যেখানে CAA-এর সমর্থনে সরব হলেন বলিউডের বেশ কয়েকজন অভিনেতা, গায়ক ও পরিচালক ৷

  বিজেপির ট্যুইট করা ভিডিওতে CAA-এর সমর্থনে সরব হলেন জনপ্রিয় গায়ক শান, অভিনেত্রী তনিশা মুখোপাধ্যায়, অমর উপাধ্যায়ের মতো অভিনেতারা ৷ CAA নিয়ে ভিডিওতে সরব হলেন পরিচালক অনিল শর্মাও৷

  দেখুন সেই ভিডিও---

  Published by:Akash Misra
  First published:

  Tags: BJP, Shan, Twitter, Video

  পরবর্তী খবর