সমস্যা চুম্বন দৃশ্য নিয়ে ৷ বিজেপির নেতার এতে আপত্তি, কারণ একটি এপিসোডে হিন্দু মেয়ের সঙ্গে মুসলিম ছেলের প্রেমের গল্পে চুম্বন দৃশ্য দেখানো হয়েছে একটি মন্দিরের ভিতরে ৷
#মুম্বই:সিরিজটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে প্রায় এক মাস আগে ৷ কিন্তু হঠাৎই মীরা নায়ার পরিচালিত ‘ আ স্যুটেবল বয়’ নিয়ে শুরু হয়েছে চর্চা ৷ উঠে আসছে লভ জিহাদের প্রসঙ্গও ৷ বিজেপি নেতা গৌরব তিওয়ারি এফআইআর দায়ের করেছেন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বিরুদ্ধে ৷
সমস্যা এই সিরিজের চুম্বন দৃশ্য নিয়ে ৷ বিজেপির নেতার এতে আপত্তি, কারণ একটি এপিসোডে হিন্দু মেয়ের সঙ্গে মুসলিম ছেলের প্রেমের গল্পে চুম্বন দৃশ্য দেখানো হয়েছে একটি মন্দিরের ভিতরে ৷ যা কোনওভাবেই মেনে নিতে পারছেন না গৌরব তিওয়ারি ৷ এর জন্যই শেষপর্যন্ত মধ্যপ্রদেশের রেওয়ায় এফআইআর দায়ের করেছেন বিজেপি নেতা ৷ ট্যুইট করে সেকথা জানানও তিনি ৷
अपने ‘A Suitable Boy’ कार्यक्रम में @NetflixIndia ने एक ही एपिसोड में तीन बार मंदिर प्रांगण में चुंबन दृश्य फ़िल्माए। पटकथा के अनुसार मुस्लिम युवक को हिंदू महिला प्रेम करती है, पर सभी किसिंग सीन मंदिर प्रांगण में क्यूँ शूट किए गए?
গৌরব তিওয়ারির মতে, চুম্বন দৃশ্যের বিরোধিতা তিনি করছেন না ৷ কিন্তু মন্দিরের ভিতর আরতি চলাকালীন চুম্বন দৃশ্য শ্যুটের কি খুব প্রয়োজন ? সিরিজ নির্মাতাদের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, ‘‘ মসজিদে আজান চলাকালীন এমন দৃশ্যের শ্যুট করতে পারবেন তো আপনারা ? ’’
मंदिर का प्रांगण, बैकग्राउंड में आरती और अश्लील दृश्य।
क्या मस्जिद में अजान के समय ऐसा शूट करने की ‘क्रीएटिव फ़्रीडम’ है आपको @NetflixIndia?
हिंदुओं की सहिष्णुता को उनकी कमजोरी मत समझिए, ये मध्यप्रदेश का नहीं, भगवान शिव और करोड़ों शिवभक्तों का भी अपमान है।
माफ़ी माँगनी पड़ेगी। pic.twitter.com/9TLnsQviHJ
— Gaurav Tiwari (@adolitics) November 21, 2020
এই চুম্বনের দৃশ্য তাই মধ্যপ্রদেশের ওই মন্দির এবং কোটি কোটি শিব ভক্তের ভাবাবেগকে অপমানিত করা হয়েছে বলে মত গৌরব তিওয়ারির ৷ অবিলম্বে এই নিয়ে নির্মাতাদের ক্ষমা চাওয়া উচিৎ বলেও দাবি তাঁর ৷ ধর্মীয় স্থানে ‘লভ জিহাদ’ প্রচার করা এবং হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে তাঁর অভিযোগ। নেটফ্লিক্সকে ধিক্কার জানিয়ে নিজের ফোন থেকে অ্যাপটি ডিলিটও করে দিয়েছেন গৌরব তিওয়ারি ৷