• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • সাদা শিফনে সমুদ্রের ধারে লাস্যময়ী সোনালী ফোগট, বিজেপি নেত্রীর ভিডিও ঘিরে তোলপাড়

সাদা শিফনে সমুদ্রের ধারে লাস্যময়ী সোনালী ফোগট, বিজেপি নেত্রীর ভিডিও ঘিরে তোলপাড়

কখনও সমুদ্রের পাড়ে সাদা শিফন শাড়িতে, কখনও বা পাহাড়ের পাকদণ্ডীতে লাল শিফনে আগুন জ্বালালেন সোনালী

কখনও সমুদ্রের পাড়ে সাদা শিফন শাড়িতে, কখনও বা পাহাড়ের পাকদণ্ডীতে লাল শিফনে আগুন জ্বালালেন সোনালী

কখনও সমুদ্রের পাড়ে সাদা শিফন শাড়িতে, কখনও বা পাহাড়ের পাকদণ্ডীতে লাল শিফনে আগুন জ্বালালেন সোনালী

 • Share this:

  #মুম্বই: ইদানীং বেশ চর্চায় রয়েছেন বিজেপি নেত্রী সোনালী ফোগট (Sonali Phogat)। সম্প্রতি তিনি বিগ বসে ১৪ (Bigg Boss 14)-এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে যোগ দিয়েছিলেন৷ সেখান থেকে বেরনোর পর একাধিক লাস্যময়ী ভিডিওতে রীতিমতো ঝড় তোলেন অভিনেত্রী তথা বিজেপির হরিয়ানার মহিলা মোর্চার নেত্রী সোনালী । কখনও সমুদ্রের পাড়ে সাদা শিফন শাড়িতে, কখনও বা পাহাড়ের পাকদণ্ডীতে লাল শিফনে আগুন জ্বালালেন সোনালী।  চর্চার পারদ তুঙ্গে, ভিডিও চোখের নিমেষে ভাইরাল!

  দেখুন সেই ভিডিও--

  সোনলীর রূপে বুঁদ অনুরাগীরা। তবে নিন্দুকেরা তাঁকে কটাক্ষ করতেও ছাড়েন না! দিন কয়েক আগেই একটি ভিডিও পোস্ট করে ব্যাপক ট্রোলের মুখে পড়েন বিজেপির হরিয়ানার মহিলা মোর্চার নেত্রী, একরকম বাধ্য হয়েই ভিডিও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে ফেলতে হয়। বিগ বসে -র ঘরে সোনালী খুব বেশিদিন স্থায়ী হননি৷ কিন্তু যে ক'দিন ছিলেন, তাঁকে নিয়ে হাজারো গসিপ, জল্পনা-কল্পনায় মুখর ছিল বিগ-বসের ঘর। অভিনেতা আলি গোনি-র সঙ্গে তাঁর কেমিস্ট্রি নিয়েও অনেক কথা হয়েছে৷ সোনলি প্রকাশ্যে জানিয়েছিলেন, '' বিচ্ছেদের পর থেকে এখনও পর্যন্ত কোনও পুরুষকে তাঁর তেমনভাবে ভাল লাগেনি। অ্যালিকে দেখে তাঁর অন্যরকম মনে হয়েছে।'' সোনালীর এহেন স্বীকারোক্তি নিয়ে হাসি-ঠাট্টাও করেন রাখি সাওয়ান্ত, রাহুল বৈদ্যরা। আপাতত সোনালী মুম্বইতে, ফের একবার বিনোদন দুনিয়ায় নাম কায়েম করতে বদ্ধপরিকর।

  Published by:Rukmini Mazumder
  First published: