#মুম্বই:এবারের পুজোটা সত্যিই অন্যরকম ৷ করোনা আবহে আনন্দের মাঝে অদ্ভুত একটা ভয় ৷ কী হবে? পুজোর দিনগুলো কি বাড়িতেই কাটাতে হবে ? এ প্রশ্নের উত্তর কারও কাছে নেই ৷ তাই তো প্রশ্নের উত্তর খুঁজে না পেয়ে নেটিজেনরা সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করতে শুরু করেছেন গতবছরের পুজোর ভিডিও এবং পুজোর ছবি !তবে শুধু নেটিজেনরা নয়, এই এরকম ছবি, ভিডিও শেয়ার করেছেন বিপাশা বসুও৷ যেখানে তাঁকে দেখা গিয়েছে, একেবারে বঙ্গললনা রূপে ৷তা ভিডিও শেয়ার করে কী লিখলেন বিপাশা বসু?
গত বছরের ছবি ও ভিডিও শেয়ার করে বিপাশা বসু লিখলেন, ‘এদিনই মেতে উঠেছিলাম সিঁদুর খেলায় ৷ গত বছরের দারুণ স্মৃতি !’ছবিতে দেখা গিয়েছে, লাল পেড়ে সাদা শাড়ি পরে সিঁদুর মাখামাখি বিপাশার মুখ ৷ অন্যদিকে রয়েছেন তাঁর স্বামী করণ সিং গ্রোভারও ৷ তাঁকে দেখা গিয়েছে, সাদা ধুতি ও পঞ্জাবিতে ৷ভিডিওতে দেখা গিয়েছে, মা দুর্গার সামনে বিপাশার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন করণ ৷মাঝখানে রটে গিয়েছিল করণ ও বিপাশা নাকি তাঁদের সম্পর্ক ভাঙছেন ৷ কিন্তু এই খবরকে একেবারে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন বিপাশা ৷এমনকী, শোনা গিয়েছিল বিপাশা নাকি মা হতে চলেছেন ৷ সে খবরকেও মিথ্যে বলে ফুঁ বলে উড়িয়ে দিয়েছেন বিপাশা বসু ৷ শুধু তাই নয়, বিপাশা জানিয়েছেন, তিনি নাকি সন্তান দত্তক নেওয়ার কথা ভাবছেন !
Published by:Akash Misra
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।