corona virus btn
corona virus btn
Loading

করোনার প্রকোপ, যৌনদৃশ্য থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী ভূমি !

করোনার প্রকোপ, যৌনদৃশ্য থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী ভূমি !
Photo: Instagram

মোটামুটি সেই আভাসই পাওয়া গেল অভিনেত্রী ভূমি পেডনাকরের কথায় ৷ তিনি স্পষ্টই জানিয়ে দিলেন করোনার প্রকোপে কোনও যৌনদৃশ্যে একেবারেই তিনি অভিনয় করবেন না !

  • Share this:

#মুম্বই: করোনার জেরে বন্ধ হয়ে গিয়েছিল সিনেমা-সিরিয়ালের শ্যুটিং ৷ একেবারে বিপাকের মুখে পড়েছিল বিনোদন জগত ৷ তবে লকডাউন আগের থেকে অনেকটাই হালকা৷ দেশের প্রায় সব ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধীরে ধীরে নতুন করে কাজও শুরু হয়ে গিয়েছে ৷ করোনার আবহে প্রশাসনের বেঁধে দেওয়া শ্যুটিংয়ের নিয়ম মেনেই মোটামুটি কাজে ফিরতে তৈরি বলিউডও৷ তবে করোনা মোকবিলায় এবার বেশ কড়া বলিউডের সিনে জগত৷

মোটামুটি সেই আভাসই পাওয়া গেল অভিনেত্রী ভূমি পেডনাকরের কথায় ৷ তিনি স্পষ্টই জানিয়ে দিলেন করোনার প্রকোপে কোনও যৌনদৃশ্যে একেবারেই তিনি অভিনয় করবেন না !

এক ইংরেজি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ভূমি জানিয়েছেন, ‘করোনা মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সোশ্যাল ডিসটেন্স ৷ আর সিনেমার শ্যুটিং চলাকালীন এটা মেনে চলা খুবই কষ্টের কাজ ৷ কারণ, একটা ছবি তৈরির সময় অনেকে একসঙ্গে কাজ করে থাকে ৷ আমরা অভিনেতারা তো আর মাস্ক পরে কাজ করতে পারব না ৷ তাই আপাতত কিছুদিনের জন্য যৌনদৃশ্য থেকে বিরত থাকাই উচিত ৷ আমার তো মনে হয়, এর জন্য এবার সিনেমার স্টোরি লাইনও বদলে ফেলা উচিত ! সতর্ক আমাদের থাকতেই হবে ৷’

Published by: Akash Misra
First published: June 22, 2020, 1:51 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर