#কলকাতা: ভুবন বাদ্যকরকে এখন কে না চেনেন। বীরভূমের গ্রামের রাস্তায় গান গেয়ে বাদাম বিক্রি করতেন ভুবন (Bhuban Badyakar)। বদলে নিতেন ইমিটেশনের গয়না। সেগুলো আবার অন্য জায়গায় দিয়ে কিছু টাকা রোজগারেই চলছিল সংসার। এভাবেই একদিন 'কাঁচা বাদাম' গান গেয়ে বাদাম বিক্রি করতে গিয়ে ভাইরাল হয়ে যান তিনি। সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ভাইরাল শেষ কথা।
ভাইরালের চক্করে রাতারাতি সেলেব হয়ে যেতে পারেন রানাঘাটের রাণু মন্ডল। কিংবা আফ্রিকার তরতাজা যুবক। ভাইরালে(Bhuban Badyakar) গোটা বিশ্ব যেন মুঠোয় চলে আসে। ভুবন বাদ্যকরের সঙ্গেও এমনটাই ঘটে। রাতারাতি জাপান থেকে নাইজেরিয়া কোটি কোটি মানুষ শুনে ফেলেন এই গান। বলিউড সেলেব থেকে ক্রিকেট জগতের তারকা সকলেই একবার না একবার 'কাঁচা বাদাম' গানে কোমড় দুলিয়েছেন।
ভাষা না বুঝেও শুধু মাত্র গানের সুর(Bhuban Badyakar), তালে মেতে উঠেছেন প্রায় গোটা বিশ্বের মানুষ। এর পরেই বদলে যায় ভুবন বাদ্যকরের জীবন। কলকাতার নামী রেস্তোরাঁতে গাইতে ডাকা হয় তাঁকে। সরল সিদে সাদা মানুষ ভুবন, যেন অন্য পৃথিবী দেখতে পান। বেঁড়ার ঘরে থাকলেও রঙিন স্বপ্ন বদলে দেয় তাঁর জীবন। তবে ভাইরাল গানের পর ভুবন কিন্তু থেমে নেই। গেয়ে চলেছেন একের পর এক গান। যদিও তাঁর গলায় সুর কিন্তু প্রায় নেই বললেই চলে।
সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে 'বাদাম নেবে বুবু, হাবুডুবু ডুবু'(Bhuban Badyakar) গানটি। দেখা যাচ্ছে কলকাতার রাস্তায় গিটার হাতে এই গান গাইছেন ভুবন। তবে তিনি একা নন, তাঁর সঙ্গে রয়েছেন আর এক গায়ক বিজয়সুরোদীপ শীল। গানটি লিখেছেন প্রীতম এবং বিজয়সুরোদীপ শীল। তবে এই গানের মুখ্য আকর্ষণ হল ভুবন বাদ্যকর।
আরও পড়ুন: ছোট্ট জায়গায় তৈরি করুন 'কিচেন গার্ডেন'! টাটকা সবজির সঙ্গে মিলবে মন ভালো করার রশদও !
কিন্তু এখানেও ঠিক জমিয়ে গানটা গাইতে পারলেন না ভুবন(Bhuban Badyakar)। আর তাতেই ক্ষোভ কিছু নেটিজেনদের। অনেকেই বলেছেন, এবার বন্ধ হোক এসব। কেউ বলেছেন, এবার বিষয়টা মজার পর্যায়ে চলে এসেছে। এমন নানা সমালোচনা করতে দেখা গিয়েছে নেটিজেনদের। তবে ভাইরালের দুনিয়ায় কি না হয়। সমালোচনা হলেও, 'বাদাম নেবে বুবু'-ও কিন্তু সুপারহিট।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhuban badyakar, Viral Video