• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • সোশ্যাল মিডিয়ায় আগুন ঝরাচ্ছে ‘ঝুমা বৌদি’ মোনালিসার এই গান ! ইউটিউবে ভিউ বাড়ছে হু হু করে

সোশ্যাল মিডিয়ায় আগুন ঝরাচ্ছে ‘ঝুমা বৌদি’ মোনালিসার এই গান ! ইউটিউবে ভিউ বাড়ছে হু হু করে

মোনালিসা এবং নিরাহুয়ার এই রোম্যান্টিক গানটি ‘আদালত’ ছবির ৷ গানটি গেয়েছেন প্রমিলা জৈন ৷

মোনালিসা এবং নিরাহুয়ার এই রোম্যান্টিক গানটি ‘আদালত’ ছবির ৷ গানটি গেয়েছেন প্রমিলা জৈন ৷

মোনালিসা এবং নিরাহুয়ার এই রোম্যান্টিক গানটি ‘আদালত’ ছবির ৷ গানটি গেয়েছেন প্রমিলা জৈন ৷

 • Share this:

  #কলকাতা: ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’-এর ঝুমা বৌদিকে মনে আছে তো ? আসল নাম অন্তরা বিশ্বাস হলেও মোনালিসা নামেই তাঁর পরিচিতি বেশি ৷ কিন্তু শুধুমাত্র ঝুমা বৌদি হিসেবেই নন ৷ গত কয়েক বছর ধরে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগুন ঝরাচ্ছেন মোনালিসা ৷ তাঁর অভিনীত সিনেমাগুলি তো বটেই ৷ মিউজিক ভিডিওগুলিরও ইউটিউবে এক একটার ভিউ মারাত্মক ৷ কারণ অভিনয়ের পাশাপাশি তাঁর নাচেও দর্শকদের মুগ্ধ করেছেন মোনালিসা ৷

  সোশ্যাল মিডিয়াতেও বরাবরই যথেষ্ট অ্যাকটিভ মোনালিসা ৷ তাই নিজের ‘বোল্ড’ ফটোশ্যুট থেকে শুরু করে মিউজিক ভিডিওগুলি পোস্ট করতেই থাকেন তিনি ৷ তাঁর ফ্যান সংখ্যা এখন এতটাই বেশি যে মোনালিসার ভিডিও রিলিজের জন্য অধীর আগ্রহে বসে থাকেন প্রত্যেকেই ৷ সম্প্রতি তাঁর একটি ভোজপুরি গানের ভিডিও ভাইরাল হয়েছে ৷ যার নাম ‘যোবনা দাবা দি রাজা জি’ ৷ হ্যাঁ, গানের কথাগুলি খটমট হলেও তাতে কিছু যায় আসে না ৷ কারণ অবশ্যই মোনালিসা ৷ শুধুমাত্র তাঁকে দেখার জন্যই ইউটিউব খুলে বসে আছেন প্রত্যেকেই ৷

  গানের ভিডিওটা দেখলে হঠাৎ করে অক্ষয় কুমার-রবিনা টান্ডনের ‘মোহরা’ ছবির ‘টিপ টিপ বরসা পানি’ গানটি মনে পড়ে যাবে ৷ মোনালিসা এবং নিরাহুয়ার এই রোম্যান্টিক গানটি ‘আদালত’ ছবির ৷ গানটি গেয়েছেন প্রমিলা জৈন ৷ গান যেমনই হোক না কেন ৷ ভিডিওতে যেহেতু রয়েছেন মোনালিসা ৷ তাই বাকি আর কোনও কিছুরই ভাবার দরকার নেই দর্শকদের ৷ মুগ্ধ দৃষ্টিতেই সবাই উপভোগ করছেন ঝুমা বৌদিকে ৷ ইউটিউবের পাশাপাশি মোনালিসার সোশ্যাল অ্যাকাউন্টে উঠেছে ঝড়। কারণ যেখানে একের পর এক উত্তেজিত ভিডিও পোস্ট করে চলেছেন ঝুমা বৌদি। যা দেখতে রীতিমতো নাজেহাল দশা বৌদির ‘দেবর’দের।

  Published by:Siddhartha Sarkar
  First published: