• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • বুধবারও বন্ধ শুটিং, আর্টিস্টস ফোরাম-প্রযোজক চাপানউতোরে চ্যানেলে রিপিট টেলিকাস্ট

বুধবারও বন্ধ শুটিং, আর্টিস্টস ফোরাম-প্রযোজক চাপানউতোরে চ্যানেলে রিপিট টেলিকাস্ট

Photo : Collected

Photo : Collected

 • Share this:

  #কলকাতা: বুধবারও শুরু হল না শুটিং। আর্টিস্টস ফোরাম-প্রযোজক চাপানউতোরের মাঝে পড়ে এখনও রিপিট টেলিকাস্ট চালিয়ে যাচ্ছে চ্যানেল। এদিকে সিরিয়ালের জট না কাটলেও প্রযোজকদের তরফে পালটা ফিল্মের শুটিং বন্ধের সম্ভাবনার কথা ঘোষণা। দোষারোপ, পালটা দোষারোপে এখনও বেসামাল টেলি দুনিয়া।

  মঙ্গলবারই আর্টিস্টস ফোরামের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, নিজেদের অবস্থান তেকে সরবেন না তাঁরা। তবে শুটিং শুরুর কথা জানিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যদিও দু-পক্ষেরই দাবি, শুটিং বন্ধ রেখেছে অপর পক্ষ। ফলে সবে মিলে বুধবারও আলো জ্বলল না টালিগঞ্জের কোনও সিরিয়ালের সেটেই। দু-দিন ধরে বহু চাপানউতোরের পর বুধবার মুখে কুলুপ দু’পক্ষেরই।

  আরও পড়ুন 
  সিরিয়াল নিয়ে জট ক্রমশই বাড়ছে ! কেমন আছেন টেলি-সুন্দরীরা ?

  সিরিয়ালের অভিনেতাদের অবস্থান নিয়ে কোনও মন্তব্য আসেনি প্রযোজকদে তরফে। তবে ফিল্মের শুটিংয়ের ক্ষেত্রে তৈরি হয়েছে নতুন জটিলতা। কলাকুশলী ও প্রযোজকদের মধ্যে এক মউ স্বাক্ষরের কথা রয়েছে। মউ অনুযায়ী কলাকুশলীদের পারিশ্রমিক বৃদ্ধিতে সায় দেওয়ার কথা প্রযোজকদের। যদিও ইমপা-র তরফে সেই চুক্তিতে কিছু পরিবর্তনের ইচ্ছে প্রকাশ করা হয়েছে। পরিবর্তিত মউ এ একত্রিশে অগাস্টের মধ্যে দুই তরফের সই না হলে ছবির শুটিং বন্ধের পথে হাঁটবেন প্রযোজকরা।

  সিরিয়ালের জট কি এবার তাহলে আরও বাড়ছে। ছোটপর্দার সমস্যা কি এগোচ্ছে বড়পর্দার শুটিংয়ের দিকে? দাবি-পালটা দাবি, চাপ-পালটা চাপে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে সিঁদুরে মেঘ দেখছেন সকলেই।

  First published: