#কলকাতা: এমবিএ ক্লাসে প্রথম পরিচয়। তারপর থেকে কেটে গিয়েছে একে একে দশ বছর। দীর্ঘ এক দশক পর পরিণতি পেল সেই প্রেম। বিয়ের ঠিক ২৫ দিন আগে, এনগেজমেন্ট পর্ব সেরে ফেললেন টলিউডের প্রবল জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। রিল লাইফেও 'খড়কুটো'র গুনগুনের সবে মাত্র বিয়ে হয়েছে সৌজন্য-র সঙ্গে। তা নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই। আর এবারে রিয়েল লাইফে বিয়ের পিঁড়িতে বসবেন তৃণা। 'কৃষ্ণকলি'র নিখিলের সঙ্গে গুনগুনের বিয়ে বিয়ে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।
তৃণা বরাবরই সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ, ফ্যানেদের জন্য নিত্যনতুন আপডেট দিতে থাকেন! এবার শেয়ার করলেন বাগদানের পরই নীলের সঙ্গে কাটানো কিছু অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও, যা দেখে উষ্ণতার পারদ চড়েছে নেটদুনিয়ার! দেখুন সেই ভিডিও--
শনিবার ছিল নীল তৃণার এনগেজমেন্ট এবং সঙ্গীতের অনুষ্ঠান। ৪ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়বেন নীল-তৃণা। শহরের এক নামী ক্লাবে বসবে বিয়ের আসর। এরপর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র দিন হবে গ্র্যান্ড রিসেপশন। বাগদানের অনুষ্ঠানের পাশাপাশি অসাধারণ সুন্দর একটি কেকও কাটেন দম্পতি। নীল-তৃণার দশ বছরের প্রেম পরিণতি পাচ্ছে, আর স্পেশ্যাল কিছু হবে না? তা কি করে হয়! নীল এ দিন হবু স্ত্রী-কে দারুণ এক সাইপ্রাইজ দিলেন... বেলুনে বাঁধা ড্রোনে করে আকাশ থেকে নেমে এল এনগেজমেন্টের আংটি। মঞ্চে হাঁটু মুড়ে বসে তৃণাকে বিয়ের জন্য প্রোপোজ করলেন নীলView this post on Instagram