• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • চলে গেলেন নাটক ও রুপোলি পর্দার জনপ্রিয় অভিনেত্রী বাসবী নন্দী

চলে গেলেন নাটক ও রুপোলি পর্দার জনপ্রিয় অভিনেত্রী বাসবী নন্দী

বাসবী নন্দী

বাসবী নন্দী

চলে গেলেন নাটক ও রুপোলি পর্দার জনপ্রিয় অভিনেত্রী বাসবী নন্দী

 • Share this:

  #কলকাতা:  শেষ নিশ্বাস ত্যাগ করলেন নাটক ও রুপোলি পর্দার জনপ্রিয় অভিনেত্রী বাসবী নন্দী। মৃত্যু কালে বয়স হয়েছিল ৮২ বছর। গত রাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি।

  একসময়ে থিয়েটার মঞ্চ অসম্পূর্ণ ছিল বাসবী ছাড়া! স্টার থিয়েটারে ‘কারাগার’ (১৯৬২), রঙমহলে ‘সেইম-সাইড’ (১৯৬৮/৬৯), বিজন থিয়েটারে ‘শ্রীমতি ভয়ঙ্করী’(১৯৮০)-র স্মৃতি এখনও দর্শকের মনে তরতাজা!

  ষাটের দশকে যাঁরা রঙ্গমঞ্চ থেকে সিনেমায় এসেছিলেন, বাসবী নন্দী ছিলেন তাদের মধ্যে অন্যতম। রুপোলি পর্দায় তাঁর প্রথম অভিনয় ১৯৫৮ সালে ‘যমালয়ে জীবন্ত মানুষ’-এ। ১৯৭৩ সালের ‘বনপলাশীর পদাবলী’-তে উত্তম কুমার-এর বিপরীতে তাঁর সাবলীল অভিনয় চূড়ান্ত প্রশংসিত হয়েছিল। শুধু অভিনয় নয়, বাসবী নন্দী ছিলেন সঙ্গীতশিল্পীও! নেপথ্য সঙ্গীত ও "বেসিক" গানের রেকর্ডও করেছেন।

  আরও পড়ুন-কীসের এত ব্যস্ততা রণবীর সিং-এর ?

  First published: