হোম /খবর /বিনোদন /
নববর্ষে নতুন ভাবনায় আসছে ইউটিভব চ্যানেল মনন, উদ্বোধনে আবীর, কবিতা পাঠে শ্রীজাত

নববর্ষে নতুন ভাবনায় আসছে ইউটিভব চ্যানেল মনন, উদ্বোধনে আবীর, কবিতা পাঠে শ্রীজাত

পাঠ করা হবে কবি নির্মলেন্দু গুণের কবিতা তোমার চোখ এত লাল কেন৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: গতবছর বাঙালি নববর্ষ কেটেছে গৃহবন্দি হয়ে৷ লকডাউনে নববর্ষ উদযাপনে খুব বেশি উৎসাহ দেখাতে পারেনি বাঙালিরা৷ তবে এবার সময় গড়িয়েছে অনেকটা৷ বছর ঘুরতে না ঘুরতে যদিও আবার করোনার চোখ রাঙানি শুরু হয়েছে, তবে এখন সকলেই অভ্যস্ত হয়েছেন নানা প্রযুক্তিতে, যার জেরে বাড়ি বসেই সুন্দরভাবে অনুষ্ঠান পরিবেশন করা যেতে পারে৷ এবার এমনই এক ইউটিউভব চ্যানেল নিয়ে আসছেন পরিচালক দেবপ্রতীম দাশগুপ্ত৷ তাঁর এই ইউটিউব চ্যানেলটির নাম টিম তাজু প্রেজেন্টস মনন৷ যার আত্মপ্রকাশ ঘটতে চলেছে পয়লা বৈশাখে৷ উদ্বোধন করবেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায় এবং কবিতা পাঠে থাকবেন কবি শ্রীজাত৷ পাঠ করবেন কবি নির্মলেন্দু গুণের তোমার চোখ এত লাল কেন৷ এই কবিতা পাঠের সঙ্গেই স্ক্রিনে নিজের শিল্পকলা পরিবেশন করবেন অঙ্কনশিল্পী মৌমিতা ভট্টাচার্য৷ মূলত কবিতা আর কোলাজ, এই ভাবনাতেই হবে ১ বৈশাখ উদযাপন৷

এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পেরে খুবই খুশী অভিনেতা আবীর চট্টোপাধ্যায়৷ নিজের বাড়িত বসেই রেকর্ড করেছেন তিনি৷ "তাজুদা ও শ্রীজাতদা বন্ধু স্থানীয়৷ তাজুদার এই প্রোজেক্টের সঙ্গে যুক্ত থাকতে পেরে খুবই আনন্দ পেয়েছি৷" জানিয়েছেন আবীর৷

অন্যদিকে শ্রীজাত বলছেন, "একদিকে বিনয় আর অন্যদিকে ভয়, কবিতা পাঠের সময় দু’রকম অনুভূতি কাজ করেছে৷ কেমন পড়েছি, সেটা দর্শক বিচার করবে৷"

রিল টকিজ ও টিম তাজু প্রেজেন্টস মননের যাত্রা এখানেই শেষ নয়৷ নববর্ষ পেরিয়েও নানা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে তাঁদের৷ এরপর আসবে কাছে-পিঠে নামক এক অনুষ্ঠান৷ রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তে বেড়ানোর ভিডিও থাকবে সেখানে৷ এই ভিডিওর হাত ধরেই পৌঁছে যাবেন দেশের নানা প্রান্তে! প্রথম পর্বেই থাকছে দোলের মায়াপুর যা পরিবেশন করেন দেবপ্রতীম দাশগুপ্ত নিজেই৷ প্রতি ১৫ দিন অন্তর এক একটি জায়গা উঠে আসবে এই ইউটিউব চ্যানেলে৷ থাকছে শর্ট ফিল্মও৷

মাদার্স ডে নিয়েও রয়েছে বেশ কিছু ভাবনা চিন্তা৷ পৃথিবী নানা প্রান্তের ৩২ জন মায়ের কন্ঠে উঠে আসবে সুবোধ সরকারের মণিপুরের মা কবিতাটি৷ কবিতা পাঠে থাকবেন কলকাতার বেশ কয়েকজন চেনা মুখ৷ এরপর কবিপক্ষেও বিশেষ কিছু অনুষ্ঠানের ভাবনা রয়েছে দেবপ্রতীম ওরফে তাজুদার৷

তিনি জানান "অন্যরকম কাজের খিদে থেকে এই ইউটিউব চ্যানেল তৈরি করার সিদ্ধান্ত৷ টেলিভিশন চ্যানেলে কোনও অনুষ্ঠান করতে গেলে অনেক মানদণ্ড থাকে৷ মন খুলে নিজের ভাবনা তুলে ধরতে কখনও কখনও সমস্যা হয়৷ তবে ইউটিউব চ্যানেলে সেই বাধা নেই৷ নিজের মতো করে কাজ করা যাবে৷ সুন্দরবনে এক গ্রাম রয়েছে যেখানে বিধবাদের বাস৷ সেখানে কিছু সামগ্রী দেওয়া হচ্ছে তাঁদের সাহায্যার্থে৷ বেশ কয়েকজন বন্ধু মিলে টাকা তুলে এই কাজ করছি৷ সেখানে গিয়ে তাঁদের হাতে সেই জিনিস তুলে দেব৷ একই সঙ্গে সেখানে লোকসঙ্গীত শ্যুট করব৷ যা এই ইউটিউব চ্যানেলে দেখানো হবে৷ এমনই নানা ভাবনা নিয়েই এই যাত্রা শুরু৷ সবই ক্রমশ প্রকাশ্য৷"

Published by:Pooja Basu
First published:

Tags: Youtube