হোম /খবর /বিনোদন /
পুজোয় এবার নতুন বাংলা পপ, রইল ভিডিও

পুজোয় এবার নতুন বাংলা পপ, রইল ভিডিও

সামনে পুজো আার তাই মেতে উঠেছে সকলের মন। পুজো মানেই পুজোর গান।

  • Share this:

#কলকাতা: সামনে পুজো আার তাই মেতে উঠেছে সকলের মন। পুজো মানেই পুজোর গান। এরই মধ্যে পুজোর আগে একেবারে অন্য স্বাদের  পাশ্চাত্য সংগীতের দারুন পরিবেশন নিয়ে তৈরি দেবাঞ্জলি লিলি, বুটি এবং অভিরূপ। "ফিরে আয়" এই গানটি মুক্তি পেল আমারা মিউজিক থেকে।

করোনার এই ভয়াবহ পরিস্থিতিতেও ভালো থাকার এক অন্যতম উপাদান হল মিউজিক। সরকার থেকে ইতিমধ্যেই কম সংখ্যক শ্রোতা নিয়ে অনুষ্ঠান করার অনুমতি দিয়েছে।তাই তিন গানবন্ধু দেবাঞ্জলি লিলি, যার কণ্ঠ নানা ওয়েব সিরিজ, টলিউডে ও দুই বাংলার নানা টিভি সিরিয়ালে শুনে থাকবেন, এবং ক্যাকটাস ব্যান্ডের দুই অতি পরিচিত মিউজিসিয়ান বুটি এবং অভিরূপ মিলে নিয়ে এল "ফিরে আয়"।গানটি আন্তর্জাতিক পপ্ মিউজিকের গুণাবলিকে মাথায় রেখেই সায়ান ঘোষ সাউন্ড মিক্সিং দক্ষতার সঙ্গে করেন ৷ আজকের অডিও ভিজ্যুয়াল বিনোদনের যুগে, কেবলমাত্র ভাল মানের অডিও কোনও গানে পুরো ন্যায়বিচার করে না। এটার জন্য একটি সমান আকর্ষণীয়  মিউজিক ভিডিও থাকা দরকার। সেটাই এই মিউজিক ভিডিওকে এগিয়ে রাখে। লকডাউনের সময় সব নিয়ম মেনেই তৈরি করা হয় এই গানের ভিডিও।পপ মিউজিক যারা ভালবাসেন তাঁদের কাছে এই গানটি বেশ পছন্দের হবে তা বলাই যায়।
Published by:Akash Misra
First published: