#কলকাতা: সামনে পুজো আার তাই মেতে উঠেছে সকলের মন। পুজো মানেই পুজোর গান। এরই মধ্যে পুজোর আগে একেবারে অন্য স্বাদের পাশ্চাত্য সংগীতের দারুন পরিবেশন নিয়ে তৈরি দেবাঞ্জলি লিলি, বুটি এবং অভিরূপ। "ফিরে আয়" এই গানটি মুক্তি পেল আমারা মিউজিক থেকে।
করোনার এই ভয়াবহ পরিস্থিতিতেও ভালো থাকার এক অন্যতম উপাদান হল মিউজিক। সরকার থেকে ইতিমধ্যেই কম সংখ্যক শ্রোতা নিয়ে অনুষ্ঠান করার অনুমতি দিয়েছে।তাই তিন গানবন্ধু দেবাঞ্জলি লিলি, যার কণ্ঠ নানা ওয়েব সিরিজ, টলিউডে ও দুই বাংলার নানা টিভি সিরিয়ালে শুনে থাকবেন, এবং ক্যাকটাস ব্যান্ডের দুই অতি পরিচিত মিউজিসিয়ান বুটি এবং অভিরূপ মিলে নিয়ে এল "ফিরে আয়"।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।