#কলকাতা: এবার কান উৎসবে দেখানো হল বাংলা ছবি অন্দরকাহিনী ৷ অর্ণব মিদ্দা পরিচালিত এই ছবি বেশ কিছু ফেস্টিভ্যাল ঘুরে এসেছে ইতিমধ্যেই ৷ প্রশংসিত হয়েছে এই ছবি ৷ এবার কান চলচ্চিত্র উৎসব সংলগ্ন মার্শে দু ফিল্ম সেকশনে গ্রে ফাইভ প্রেক্ষাগৃহে দেখানো হল ছবিটি ৷ অভিনয়ে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, সায়নী ঘোষ আরও অনেকে ৷
আরও পড়ুন কান উৎসবে হাজির নওয়াজউদ্দিন, নজর তাঁর সাজ-পোশাকে
কানে ছবির এই প্রদর্শনীর খবরে উচ্ছ্বসিত সকলই ৷ দেশের বিভিন্ন জায়গায় ছবিটি প্রদর্শিত হয়েছে, এবার দেশের গন্ডি পেরিয়ে কানের মত ঐতিহ্যবাহী চলচ্চিত্র উৎসবে অন্দরকাহিনী স্থান পাওয়ায় আশাবাদী পরিচালক ৷ প্রথম ছবিতে এত বড় সাফল্যে খুশি অর্ণব ৷ ছবিতে ৪টি ছোট গল্প রয়েছে ৷ প্রতিটিই গল্পেই তুলে ধরা হয়েছে সমাজে মেয়েদের অবস্থান ৷ ৪টি গল্পের প্রধান চরিত্রে অভিনয়ে প্রিয়াঙ্কা ৷
This is nothing short of a milestone in one’s career. Proud to announce that my film, #Andarkahini, is all set for its Official Screening at the Prestigious @mdf_cannes on 14th May at 6 pm. Blessed with an accolade of such magnitude. pic.twitter.com/TyxNJjiiAj
— Priyanka Sarkar (@PriyankaSarkarB) May 11, 2018
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Andarkahini, Bengali movie cannes film festival, Cannes Film Festival, Priyanka Sarkar