#কলকাতা: করোনা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে জীবন ফিরতেই সাধারণ মানুষ পেয়েছেন স্বস্তি৷ শিল্পীরাও ব্যতিক্রম নন৷ কারণ লকডাউনের ফলে তাঁদেরও কাজ ছিল বন্ধ৷ ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগিয়েছে৷ পুরণায় করোনার ছায়া পড়ার আগেই পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন শিল্পীরা৷
সম্প্রতি শহরে ম্মুক্তি পেল নতুন বাংলা ছবি 'সব চরিত্র তোমার আমার'। একটি ছবিতে রয়েছে দুটি গল্প। 'পরানের বাঁশি' ও 'অবসরে' নামে দুটি গল্প দেখা যাবে৷ বিরতির আগে এবং পরে, দু’ভাগে দেখা যাবে গল্প দু’টি। নতুন ছবিতে রয়েছে কোভিড পরিস্থিতি নিয়ে গল্প। এক মহামারীর কারণে কীভাবে মানুষের জীবনে নেমে আসে অন্ধকার এবং ঠিক সেই কারণেই পারিপার্শ্বিক কীভাবে বদলাতে থাকে পরিস্থিতি, তেমনই কিছু টুকরো গল্প রয়েছে এই নতুন ছবিতে। করোনার কারণে মানুষের জীবনে ঘটে গিয়েছে কত রকমের ঘটনা। সেই সব গল্পই টুকরো টুকরো করে এবার উঠে আসছে পর্দায়। পরিচালক তপন দত্ত এবং ছবির নায়িকা দেবশ্রী ভট্টাচার্য হাজির ছিলেন ছবি মুক্তির দিন।
অনেক ছবির মতো এই ছবিটিও করোনার পরেই রিলিজ করার কথা ভেবে রেখেছিলেন পরিচালক তপন দত্ত। কিন্তু অনেক বড় বাজেটের ছবিও ইতিমধ্যেই রিলিজ করেছে। তপন বাবু জানান "সবকিছু স্বাভাবিক ছন্দে ফিরলে তারপরে রিলিজ করার কথা মাথায় রেখে এই ছবি তৈরি করেছিলাম। সেই সময় দর্শক হয়ত অনেকটাই বেশি হত। কিন্তু এখন অনেক বড় প্রযোজনা সংস্থাও দেখছি ছবি রিলিজের করাচ্ছে। তাই সাহস নিয়ে এমন সময়ই ছবির মুক্তি হল৷ এই মহামারী কবে আমাদের জীবন থেকে চলে যাবে বা আদৌ যাবে কিনা, বলা কঠিন তাই আর অপেক্ষা না করেই ছবি মুক্তির কথা ভাবতে হল।" জানালেন পরিচালক৷
(Input-Sreeparna Dasgupta)