#কলকাতা: বাঙালি পরিচালক অনিক চৌধুরী এবারে কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিলেন তাঁর মালায়ালম ছবি 'কাট্টি নৃত্যম' এর জন্য ৷ কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে এই ছবি। করোনার কারণে এবারে কান চলচ্ছিত্র উৎসব গোটাটাই হয় অনলাইনে। অনেকগুলো বিভাগ বাদও দেওয়া হয় গোটা উৎসবটিকে ছোট রাখার জন্য। তার মধ্যেও দেখানো হয়েছে অনিক চৌধুরীর এই ছবি।
কিন্তু বাঙালি পরিচালক হঠাৎ মালায়ালম ভাষায় ছবি কেন বানালেন? অনিক জানান "এখানকার সংস্কৃতি আমাকে মুগ্ধ করে। বাঙালিদের সঙ্গে অনেক অংশেই এই জাতির মিল থাকলেও এদের মধ্যে ভনিতা একেবারেই নেই। দু বছর আগে কলামান্ডালামে যাওয়ার পরেই কথাকলি শিল্পীদের বিষয়ে জেনে একটি গল্প লিখে ফেলি। আর সেই গল্প দিয়েই তৈরি করি এই ছবি।"নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cannes Film Festival