#কলকাতা: স্লিপ ডিস্কের ব্যথায় কাবু অভিনেত্রী পাওলি দাম।কোনওক্রমে পেনকিলার খেয়ে শুক্রবার তাঁর সদ্যমুক্তিপাপ্ত ছবি, লীনা গঙ্গোপাধ্যায়ের পরিচলনায় 'মাটি' প্রিমিয়ারে গিয়েছিলেন ঠিকই! কিন্তু ডাক্তার বলেছেন, আগামী কয়েকদিন তাঁকে সম্পূর্ণ বেড-রেস্টে থাকতে হবে।
নিজের অসুস্থতার কথা ট্যুইটারে শেয়ার করলেন পাওলি। জানালেন, ফিজিওথেরাপি চলছে। ব্যথার উপশম খানিকটা হয়েছে, কিন্তু সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে। এ'বছরের শেষে মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের পরিচালনায় 'কণ্ঠ'। সেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে নায়িকার। শুটিং পর্ব শেষ। চলছে ডাবিং। কিন্তু ব্যথার জন্য ডাবিংয়েও হাজির থাকতে পারছেন না পাওলি। জানা গেল, তিনি তাঁর ডাবিং শেডিউল কিছুদিন পিছিয়েছেন।
আরও পড়ুন-হাওড়া থেকে মুম্বই, নওয়াজের সঙ্গে যৌনদৃশ্য, ইন্টারনেটে ভাইরাল হয়ে ঈশিকা কী বলছেন?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali Actor, Bengali Actress, Paoli Dam, Tollywood, Unwell