হোম /খবর /বিনোদন /
ইনস্টাতে কুর্নিশ !বাঙালি সুন্দরী অভিনেত্রীর পশুপ্রেম ও মানবতা পাঠে মুগ্ধ

সোশ্যাল মিডিয়ায় কুর্নিশ ! বাঙালি সুন্দরী অভিনেত্রীর পশুপ্রেম ও মানবতা পাঠে মুগ্ধ সকলে

মিষ্টি চক্রবর্তী ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷

মিষ্টি চক্রবর্তী ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷

কখনও বাঁদর তো কখনও কুকুর আদরে আবদারে এক নতুন উদারহণ সৃষ্টি করেছেন তিনি

  • Last Updated :
  • Share this:

#হায়দরাবাদ: পশু প্রেমে নতুন নজির দেখালেন এই অভিনেত্রী ৷ অভিনয় জীবনের মাঝেও যে একটি জীবন রয়েছে যা জীবনকে সুন্দর করে তোলে তার প্রকৃষ্ট উদাহরণ দিয়েছেন তিনিই তাঁর নাম মিষ্টি চক্রবর্তী ৷ তিনি ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে অন্যতম ৷ সারাদিন শ্যুটিং, প্যাকআপ, অ্যাকশন, কাট এর মাঝেই নিজের মানবিক রূপটি দেখিয়েছেন অভিনেত্রী ৷

View this post on Instagram

Perhaps this is how #love looks like #bonding #makingnewfriends #childrenofgod

A post shared by Mishti Chakravarty (@mishtichakravarty) on

এক দৃষ্টিনাত স্থাপন করেছেন তিনি ৷ তাঁর অভিনীত মণিকর্ণিকা, বুরকথা দর্শকদের বিশেষ ভাবে মনোরঞ্জন করেছে ৷ তবে এই ছবি দুটি বক্স অফিসে তেমন ভাবে সাড়া ফেলেনি ৷ বাঙালি কন্যার সৌন্দর্যে যখন সবাই কুর্নিশ করে তখন তাঁর থেকে নতুন বার্তা পেয়ে আপ্লুত হয়েছেন সোশ্যাল মিডিয়ায় এক বড় সংখ্যক অনুরাগীরা ৷ তিনি কাশিতে রয়েছেন শ্যুটিং পারপাসে ৷ একানেই তিনি কখনও কুকুর, কখনও বাঁদরের প্রতি অনুরাগ দেখিয়েছিলেন ৷ মিষ্টি চক্রবর্তী নামের সঙ্গে কাজের ক্ষেত্রেও বিশেষ মিষ্টি ৷তাঁর হলিউডের ছবি অ্যাডাম জনের নির্দেশনায় এক বিশেষ বার্তা দিয়েছে ৷ কলকাতায় বাড়ির মিষ্টির তাঁদের নির্মাণ কাজের ব্যবসা রয়েছে ৷ তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ৷ তাঁর ভক্তরা অপেক্ষায় রয়েছেন কখন তাঁর নতুন ছবি বাজারে আসবে ৷ তবে তাঁর মানবিক এই রূপ দেখে সোশ্যাল মিডিয়ায় কুর্নিশ জানিয়েছে ভক্তরা ৷
View this post on Instagram

The essence of #kashi .... #thelandoftemples

A post shared by Mishti Chakravarty (@mishtichakravarty) on

Published by:Arjun Neogi
First published:

Tags: Mishti Chakravarty, Pretty Lady, Telugu industry