#কলকাতা: কয়েক মাসে আগেই মা হয়েছেন কোয়েল মল্লিক ৷ খুশির খবরটি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি ৷ আপলোড করেছিলেন ফুটফুটে ছেলের ছবিও ৷
তারপরই করোনা বাড়বাড়ন্ত ৷ করোনার হাত থেকে রক্ষা পেলেন না কোয়েল মল্লিক, তাঁর স্বামী নিশপাল সিং, রঞ্জিত মল্লিক ও কোয়েলের মা দীপা মল্লিক ৷ কোয়েলের ছোট্ট পুচকে অবশ্য সুস্থই রয়েছে ৷
Happily borrowing tees from Bor’s wardrobe 😋back to my fitness training after more than a year now...tough😰 ....ya...no pain no gain🤩 pic.twitter.com/vrNO2kwsOB
— Koel Mallick (@YourKoel) August 12, 2020
চিকিৎসকের কথায় কোয়ারেন্টাইন ৷ অবশেষে সেই করোনাকে দূরে ভাগিয়ে কোয়েলের পরিবার এখন এক্কেবারে সুস্থ ৷ আর সুস্থই হয়েই পুরনো রুটিনে ফিরে এলেন বাংলা ছবির মিষ্টি নায়িকা কোয়েল৷ মন দিলেন শরীর চর্চায় ৷
সেই শরীর চর্চার ছবি ট্যুইটারে পোস্ট করে কোয়েল লিখলেন, ‘প্রায় একবছর বাদে ফিরে এলাম পুরনো রুটিনে ৷ ফের শুরু আবার ফিটনেস রুটিন ৷ নো পেন, নো গেইন !’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Koel Mallick, Tollywood