একদিকে করোনা অন্যদিকে আম ফান দুইয়ের দাপটে মানুষ ঈদ উদযাপন করেছেন অনাড়ম্বরভাবেই। ওপার বাংলাতেও একই ছবি। রাজলক্ষ্মী শ্রীকান্তর অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি এবার নিজের বাড়িতে ঈদ পালন করলেন প্রান্তিক মানুষদের সঙ্গে থেকে পাশে থেকে।
#কলকাতা: একদিকে করোনা অন্যদিকে আম ফান দুইয়ের দাপটে মানুষ ঈদ উদযাপন করেছেন অনাড়ম্বরভাবেই। ওপার বাংলাতেও একই ছবি। রাজলক্ষ্মী শ্রীকান্তর অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি এবার নিজের বাড়িতে ঈদ পালন করলেন প্রান্তিক মানুষদের সঙ্গে থেকে পাশে থেকে।
ময়মনসিংহর গৌরীপুর থানার হাতিয়ার গ্রামে নিজের বাড়িতেই গরিব , অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের ঈদের দিন খাওয়াদাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন রাজলক্ষ্মী।

জ্যোতিকা জ্যোতি র এই উদ্যোগে তাঁর সঙ্গে সামিল হয়েছিলেন গ্রামের মানুষরাও। শুধুমাত্র খাওয়াদাওয়া নয় করোনা র মোকাবিলায় মাস্ক ও বিতরণ করেন অভিনেত্রী। জ্যোতিকা জ্যোতি র কথায় , ঈদের দিন করোনা র সঙ্গে ছিল তার চ্যালেঞ্জ। প্রান্তিক মানুষদের আনন্দে হাসি মুখে রাখা ও অভুক্ত না রাখার চ্যালেঞ্জ ৷
Published by:
Akash Misra
First published:
May 28, 2020, 12:25 AM IST
পুরো খবর পড়ুন