#কলকাতা: মারণ ভাইরাস করোনা নিয়ে একেবারে নাজেহাল অবস্থা গোটা বিশ্বের ৷ আমাদের দেশ করোনা মোকাবিলায় এখনও লড়ে চলেছে ৷ লকডাউনে আটকে গোটা দেশের মানুষ ৷ তার ওপর গত সপ্তাহে আমফান ঘূর্ণি ঝড়ে বিধ্বস্ত বাংলার বহু জায়গা ৷ এখনও গৃহহীন বহু মানুষ ৷ তার ওপর দেশের একপ্রান্তে পঙ্গপালের হানা ! কী হচ্ছে বিশ্বে? মানব সভ্যতা কোন দিকে? আমরা ভালো থাকব তো?
হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে ৷ ফের পৃথিবী হাসবে ৷ রঙিন স্বপ্ন দেখবে৷ ফের সুন্দর হয়ে উঠবে বিশ্ব ৷ দেশের মানুষের কাছে এরকমই এক বার্তা দিলেন অভিনেত্রী আপরাজিতা আঢ্য ৷ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন বিপর্যয়ের অভিজ্ঞতা ৷View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Actress Aparajita Adhya, Bengali Actress, Bengali Actress Aparajita Adhya, Instagram