corona virus btn
corona virus btn
Loading

রাতের কলকাতায় নিগ্রহের শিকার বাঙালি অভিনেত্রী, দেখুন ভিডিও

রাতের কলকাতায় নিগ্রহের শিকার বাঙালি অভিনেত্রী, দেখুন ভিডিও
Photo Courtesy: Facebook
  • Share this:

#কলকাতা: কলকাতার রাস্তার ফের নারী নিগ্রহের ঘটনা৷ শিকার হলেন প্রাক্তন মিস ইন্ডিয়া-ইউনিভার্স (আই এম শি) এবং টলি অভিনেত্রী ঊষসী সেনগুপ্ত৷ নিজেই সেকথা ফেসবুকে পোস্ট করেছেন ঊষসী৷ কলকাতার একটি পাঁচতারা হোটেল থেকে বাড়ি ফেরার পথে কিছু দুষ্কৃতীর হাতে নিগৃহের শিকার হলেন তিনি৷

ফেসবুকে অভিনেত্রী লিখেছেন যে রাত প্রায় ১১.৪০ নাগাদ তিনি বিলাশবহুল হোটেল থেকে বেরিয়ে বাড়ি ফিরছিলেন৷ কাজ শেষ করে ফিরছিলেন তিনি৷ অ্যাপ ক্যাবে করে তিনি ও তার বন্ধু রওনা হয়েছিলেন বাড়ির পথে৷ মাঝরাস্তায় কয়েকজন অজানা ছেলে তাদের গাড়ির সামনে চলে আসেন৷ হেলমেটহীন অবস্থায় বাইকে ছিলেন তারা৷ গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তাদের৷ তারপরই শুরু হয় অশান্তি৷ আরও পনেরোজন যুবক জুটে যায় ঘটনাস্থলে৷ অস্রাব্য ভাষায় চলে গালিগালাজ৷

আরও পড়ুনআমার সামনে লোকটা হস্তমৈথুন করল,কেউ কিছু প্রতিবাদ করল না,জানালেন আতঙ্কিত মেট্রো যাত্রী

এক্সাইড মোড়ে হওয়া ঘটনা রেশ চলে অনেক দূর৷ লেকগার্ডেনস এলাকায় যখন তিনি বন্ধুকে গাড়ি থেকে ড্রপ করছিলেন, তখনও তারা গাড়ি পিছু করে৷ অভিনেত্রীকে গাড়ি থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করেন অভিযোগ দায়ের করা নিয়ে সমস্যা হয়৷ পরে যদিও বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন৷ ৭জনকে গ্রেফতারও করা হয়েছে৷

উষশ

উশ

First published: June 18, 2019, 9:07 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर