• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • প্রয়াত অভিনেতা মনু মুখোপাধ্যায়

প্রয়াত অভিনেতা মনু মুখোপাধ্যায়

প্রয়াত বাংলা সিনেমার প্রবাদপ্রতীম অভিনেতা মনু মুখোপাধ্যায় ৷

প্রয়াত বাংলা সিনেমার প্রবাদপ্রতীম অভিনেতা মনু মুখোপাধ্যায় ৷

প্রয়াত বাংলা সিনেমার প্রবাদপ্রতীম অভিনেতা মনু মুখোপাধ্যায় ৷

 • Share this:

  #কলকাতা: বিনোদন জগতে ফের শোকের খবর ৷ প্রয়াত বাংলা সিনেমার প্রবাদপ্রতীম অভিনেতা মনু মুখোপাধ্যায় ৷ রবিবার সকাল ৯.৩০ নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা মনু মুখোপাধ্যায় ৷ বয়স হয়েছিল ৯৩ ৷

  বেশ কয়েক বছর ধরেই বাধর্ক্যজনিত রোগে ভুগছিলেন অভিনেতা ৷ ভুগছিলেন কোমরের সমস্যাতেও ৷ ছিল হৃদযন্ত্রের সমস্যাও ৷ প্রায় ৪ বছর ধরে ছিলেন শয্যাশায়ী ৷ রবিবার সকালে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলা সিনেমার এই প্রবাদপ্রতীম অভিনেতা ৷ অভিনয় জীবন প্রথমে নাটকের মঞ্চ থেকে শুরু করলেও, প্রথম সিনেমায় অভিনয় মৃণাল সেনের নীল আকাশের নীচে ছবিতে ৷ এরপর মৃগয়া, জয়বাবা ফেলুনাথ, গণশত্রু, প্রতিদান, সাহেবের মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি ৷ তবে শুধুই বড়পর্দায় নয়, ছোটপর্দাতেও সমানভাবে জনপ্রিয় হয়েছিলেন মনু মুখোপাধ্যায় ৷ তাঁর প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের ছায়া বিনোদন জগতে ৷
  Published by:Akash Misra
  First published: