#কলকাতা: যেমন নাম, তার কেমনও বটে ৷ জিৎ ৷ টলিউডের হ্যান্ডসাম এই নায়ক প্রথম ছবি থেকেই একেবারে মন জয় করে নিয়েছেন দর্শকদের ৷ শুধু কী দর্শকদের মন জয়? বক্স অফিসেও জিতের বাজিমাত হামেশাই লেগে থেকে ৷ যখনই জিৎ আসেন নতুন ছবি নিয়ে হইহই তো পড়েই যায় !
এই যেমন করোনা আবহেও বিদেশের মাটিতে মিমিকে সঙ্গে নিয়ে বাজি ছবির শ্যুটিং সেরে এলেন ৷ সেই ছবির ট্রেলারও ইতিমধ্যে দারুণ জনপ্রিয় ৷View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jeet