#কলকাতা: যেমন নাম, তার কেমনও বটে ৷ জিৎ ৷ টলিউডের হ্যান্ডসাম এই নায়ক প্রথম ছবি থেকেই একেবারে মন জয় করে নিয়েছেন দর্শকদের ৷ শুধু কী দর্শকদের মন জয়? বক্স অফিসেও জিতের বাজিমাত হামেশাই লেগে থেকে ৷ যখনই জিৎ আসেন নতুন ছবি নিয়ে হইহই তো পড়েই যায় !
এই যেমন করোনা আবহেও বিদেশের মাটিতে মিমিকে সঙ্গে নিয়ে বাজি ছবির শ্যুটিং সেরে এলেন ৷ সেই ছবির ট্রেলারও ইতিমধ্যে দারুণ জনপ্রিয় ৷ তবে সে যাই হোক, আজকাল জিতের ইনস্টাগ্রামে উঁকি মারুন ৷ দেখবেন, হ্যান্ডসাম নায়ক, নানা আদব-কায়দায় ছবি পোস্ট করে যাচ্ছেন ৷ আর প্রত্যেক ছবিই একেবারে আগুন ৷ তা এই হ্যান্ডসাম থাকার জন্য ঠিক কী কী করেন জিৎ ৷সহজে জিৎ এই প্রশ্নের উত্তর দেবেন না ৷ বরং, একটি ভিডিও আপলোড করে জিৎ বুঝিয়ে দিলেন ৷ মন দিয়ে জিম করলেই হট-হ্যান্ডসাম থাকা সম্ভব ! সেরকমই এক ভিডিও পোস্ট করেছেন জিৎ ৷ ভিডিও পোস্ট করে জিৎ লিখলেন, মানডে মোটিভেশন ৷View this post on Instagram