Home /News /entertainment /
Bride wants to take picture with Vicky Kaushal: ভিকির সঙ্গে ছবি না তুলে বিয়েই করব না! বিয়ের পোশাকে মেয়ের বায়না ভাইরাল হচ্ছে দ্রুত গতিতে

Bride wants to take picture with Vicky Kaushal: ভিকির সঙ্গে ছবি না তুলে বিয়েই করব না! বিয়ের পোশাকে মেয়ের বায়না ভাইরাল হচ্ছে দ্রুত গতিতে

সোশ্যাল মিডিয়ায় এই মেয়ের ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে।

 • Share this:

  #মুম্বই: 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক'-এ সকলের জোশ হাই করা ভিকি কৌশলকে মনে ধরেছে অনেকের৷ তবে এই মহিলা কিছুটা বাড়াবাড়িই করে ফেলেছেন৷ বিয়ের ঠিক আগে তিনি ভিকি কৌশলের সঙ্গে ছবি তুলতে কাতর আর্তি জানালেন৷ বিয়ের জন্য প্রস্তুত হয়ে, লেহঙ্গা চোলি পরে তিনি ভিকির জন্য চিৎকার করতে শুরু করলেন৷ ভিকির সঙ্গে ছবি তুলতে তিনি মরিয়া হলেন মেয়েটি৷

  সোশ্যাল মিডিয়ায় এই মেয়ের ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে। যেখানে বিয়ের পোশাকে মেয়েটি ভিকি কৌশলের সঙ্গে ছবি তোলার জন্য জবরদস্তি করতে থাকেন। এমনও বলেন যে বর অপেক্ষা করবে করুক, কিন্তু ভিকির সঙ্গে ছবি তুলতেই হবে৷ হোটেলের লবিতে দাঁড়িয়ে তিনি সকলের সামনে বলতে শুরু করেন যে ভিকির সঙ্গে ছবি না তুলে তিনি বিয়ে করবেন না৷ তিনি বলেন যে বর নীচে দাঁড়িয়ে, বিয়ের সময় পেরিয়ে যাচ্ছে, তাও আমি ছবি না তুলে যাব না৷

  মেয়েটির বন্ধুরাও অভিনেতার দেহরক্ষীকে অনুরোধ করে ভিকির সঙ্গে দেখা করতে৷ কিন্তু কনের অনুরোধে তার প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করার স্বপ্ন অপূর্ণই থেকে যায়। বহু চেষ্টা করেও ভিকি কৌশলের সঙ্গে ছবি না তুলেই মণ্ডপে যেতে হয় তাঁকে।

  আরও পড়ুন Arpita Mukherjee: অর্পিতাকে চেনেন না জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকে, বড়লোক হওয়ার শর্টকাট অভিনয় নয়, মত বর্ষীয়ান অভিনেত্রীদের

  আরও পড়ুন Actor Nude Photo: রণবীর সিং-এর অনুপ্রেরণা, অভিনেতা বিষ্ণু বিশালের নগ্ন ছবি, তুললেন স্ত্রী জ্বালা গুট্টা

  আসলে, সোশ্যাল মিডিয়ায় আলোচিত এই ভিডিওটি ২০২০ সালের এপ্রিলের, যে সময়ে ভিকি কৌশল তাঁর ছবির শুটিংয়ের জন্য মুসৌরিতে গিয়েছিলেন। মুসৌরিতে যে হোটেলে ভিকি তার সহ অভিনেতা অ্যামি ভির্ক, তৃপ্তি দিমরি এবং টিমের সঙ্গে ছিলেন সেখান থেকেই মেয়েটির বিয়ে হয়েছিল। মেয়েটি জানতে পারেন যে একই হোটেলে ভিকি কৌশল রয়েছেন৷ তাই তিনি জোর করতে থাকেন ভিকির সঙ্গে ছবি তুলবে বলে৷ তবে শেষ পর্যন্ত মেয়েটির ইচ্ছে পূরণ হয়নি৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Marriage, Vicky Kaushal, Viral Video

  পরবর্তী খবর