• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • এই বর্ষায় প্রেমের উদযাপন! থাকছেন আবির, সোহিনী, শ্রাবণী সেন...

এই বর্ষায় প্রেমের উদযাপন! থাকছেন আবির, সোহিনী, শ্রাবণী সেন...

Representative Image

Representative Image

এই পরিস্থিতিতে ডিজিটালেই হচ্ছে অনুষ্ঠান৷

 • Share this:

  #কলকাতা: বর্ষা মানেই বার বার উচ্ছল কালো মেঘ, ঝমঝম বৃষ্টির সঙ্গে অঙ্গাঙ্গী জড়িয়ে থাকা প্রেম। এই প্রেমের মধ্যে রূপ-রস-কাম-গন্ধ সবই আছে। ভেজা মাটির হাওয়ার পাশাপাশি আছে বিরহের দহন জ্বালা। অন্যদিকে, ফসল হলে চাষীর ঘরের মঙ্গল আনন্দ। বর্ষা তাই যেন এক ভরপুর জীবন।

  আর এই জীবনকে উদযাপন করতেই যৌথভাবে বিশেষ উদ্যোগ নিল এসপিসিক্রাফট ও ঘোষ কোম্পানি। রবীন্দ্রনাথ থেকে জয় গোস্বামী, শক্তি ও সুনীলকে ছাপিয়ে ভিনদেশী ভাষায় কবিতা পাঠ । অতুলপ্রসাদের গান থেকে ভানুসিংহের পদাবলী শোনা যাবে শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠে। সোহিনী সেনগুপ্ত ও সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের পাঠে থাকবেন জয়-শক্তি-সুনীল। সেলুলয়েডের ব্যোমকেশ-সত্যবতী অর্থাৎ আবির চট্টোপাধ্যায় ও সোহিনী সরকারের যুগলবন্দীতে ধরা পড়বে বর্ষার আখ্যান। সমগ্র আলেখ্যটির সূত্রপাঠে থাকছেন স্বয়ং আবির চট্টোপাধ্যায়ে।

  এই পরিস্থিতিতে ডিজিটালেই হচ্ছে অনুষ্ঠান৷ আগামী ১১ই জুলাই রাত ৮টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে বর্ষণমালা।

  Published by:Pooja Basu
  First published: