corona virus btn
corona virus btn
Loading

কেন কাটাপ্পা মারল বাহুবলিকে? দেশ জুড়ে উন্মাদনা তুঙ্গে

কেন কাটাপ্পা মারল বাহুবলিকে?  দেশ জুড়ে উন্মাদনা তুঙ্গে

দুবছরেরও বেশি সময় ধরে একটাই প্রশ্নের উত্তর খুঁজছে দেশ ৷ অবশেষে সেই প্রশ্নের উত্তর মেলার মাহেন্দ্রক্ষণ ৷

  • Share this:

#কলকাতা: দুবছরেরও বেশি সময় ধরে একটাই প্রশ্নের উত্তর খুঁজছে দেশ ৷ অবশেষে সেই প্রশ্নের উত্তর মেলার মাহেন্দ্রক্ষণ ৷ একইসঙ্গে জানা যাবে মাহেশমতি সাম্রাজ্যের ভূত-ভবিষ্যত ৷

দেশজোড়া মানুষের অপেক্ষার অবসান ৷ শুক্রবার অর্থাৎ আজ মুক্তি পেল পরিচালক এস রাজা মৌলির ম্যাগনাম ওপাস বাহুবলি ২ ৷ সিনেমা বিশেষজ্ঞরা জানিয়েছেন, সমস্ত রেকর্ড ভেঙে নয়া নজির তৈরির পথে এগোচ্ছে বাহুবলি ২ ৷ এই প্রথম কোনও ভারতীয় ছবি যা মুক্তি পাচ্ছে দেশের ৯ হাজারটি স্ক্রিনে ৷ তবে শুধু দেশেই নয়, দুবাই, আমেরিকাতেও বাহুবলি ২ নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷ ইতিমধ্যেই দুবাই সেন্সর বোর্ডে উচ্চ প্রশংসা পেয়েছ বাহুবলি ২ !

দঙ্গলকে পিছনে ফেলে এগিয়ে গেল বাহুবলি ৷ অগ্রিম বুকিংয়ে ‘দঙ্গল’-কে ছাপিয়ে রেকর্ড গড়ল বাহুবলি ২ ৷ শুধু ‘বুক মাই শো’ সাইট থেকে অগ্রিম বিক্রি হয়েছে ১০ লক্ষ টিকিট ৷

আরও পড়ুন

বাহুবলি ২ দেখার ৫ কারণ !

এত বড় বাজটের ছবি এর আগে দেখেনি ভারতীয় সিনেমা ৷ বাহুবলির প্রথম পর্ব তৈরিতে খরচ হয়েছিল ১৮০ কোটি টাকা ৷ কিন্তু ছবির রোজগার প্রায় সাড়ে তিন গুণ ৷ এখনও পর্যন্ত বাহুবলি ১-এর কালেকশন ৬৫০ কোটি টাকা ৷ এবারের খরচ ছাপিয়ে গিয়েছে ২৫০ কোটি ৷ মুক্তির আগেই বাহুবলি-২ এর উন্মাদনা দেখে বিজনেস অ্যানালিস্টদের ধারণা, প্রথম সপ্তাহেই উঠে আসবে বাহুবলি-২ বানানোর খরচ ৷

সকাল থেকে দেশের যে সমস্ত ক্রিনে বাহুবলি ২ মুক্তি পেয়েছে, তার সবকটিই হাউসফুল ৷ বেশিরভাগ জায়গায় অ্যাডভান্স বুকিংয়েই প্রথম সপ্তাহের টিকিট শেষ ৷

আরও পড়ুন

কাটাপ্পা কীভাবে মারল বাহুবলিকে?

অনেক আগেই কলকাতাতে শুরু হয়ে গিয়েছিল এই ছবির অ্যাডভ্যান্স বুকিং ৷ তবে দেশের অন্যান্য শহরে এর আগে থেকেই অগ্রিম বুকিংয়ের জন্য লম্বা লাইন ৷ দক্ষিণ ভারতে স্বাভাবিকভাবেই বাহুবলি নিয়ে তুমুল ঝড় উঠেছে ৷ প্রত্যেক সিনেমা হলের সামনেই লম্বা লাইন ৷ রিপোর্ট অনুযায়ী হায়দরাবাদে বুকিংয়ের লাইন ৩ কিমি ছাড়িয়ে যায় ৷

গতকাল ৭০ দশকের হার্টথ্রব বিনোদ খান্নার মৃত্যুতে পিছিয়ে যায় বাহুবলি-২-এর প্রিমিয়ার ৷ এই ছবির প্রিমিয়ারকে বাতিল করেন ধর্মা প্রোডাকশনের কর্ণধার করণ জোহর ৷ বিনোদ খান্নাকে সম্মান প্রদান করেই এই সিদ্ধান্ত নেয় বাহুবলি ২ টিম !

First published: April 28, 2017, 3:23 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर