• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • BADLA FIRST POSTERS AMITABH AND TAAPSEE STARRERS SNEAK PEEK WILL LEAVE YOU INTRIGUED

‘আমি বদলা নিতে চাই না !’ শাহরুখকে ট্যুইট অমিতাভের

 • Share this:

  #মুম্বই: ‘পিঙ্ক’ ছবির পর ফের জুটি বাঁধতে চলেছেন অমিতাভ বচ্চন ও তাপসী পান্নু ৷ আর এবার সুজিত সরকার বা অনিরুদ্ধ রায় চৌধুরী নয়, বরং আরেক বাঙালি পরিচালক সুজয় ঘোষের ছবিতেই ফের একসঙ্গে অভিনয় করতে চলেছেন অমিতাভ এবং তাপসী ৷ ছবির নাম ‘বদলা’ ৷ সম্প্রতি ট্যুইটারে এই ছবির ফার্স্টলুক শেয়ার করেছেন তাপসী পান্নু ৷

  জানা গিয়েছে, সুজয়ের এই ছবি স্প্যানিস থ্রিলার কন্ট্রাটিয়েম্পো থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হচ্ছে ৷ তবে এই ছবিকে অফিসিয়াল রিমেকই বলছেন ছবির টিম ৷

  তবে কাণ্ডটা অন্য জায়গায়, এই ছবির পোস্টার ট্যুইটারে শেয়ার হতেই, শাহরুখ খান করলেন কমেন্ট ৷ অমিতাভের নাম নিয়ে শাহরুখ লিখলেন, ‘ম্যায় আপসে বদলা লেনে আ রাহা হু...’ ৷

  তবে শাহরুখের এই ট্যুইটের জবাবও দিয়েছেন অমিতাভ ৷ বিগবি লিখলেন, ‘বদলা নেওয়ার টাইম এখন আর নেই ৷ এখন বদলা দেওয়ার সময় !’

  সুজয় ঘোষের এই ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে শাহরুখের রেড চিলিস ও আজিওর এন্টারটেনমেন্ট ৷

  bido

  First published: