• Home
  • »
  • News
  • »
  • entertainment
  • »
  • করোনার বাজারে ইন্টারনেটে ঝড় তুলছে ‘বাবু খাইছো?’, লাইকের সংখ্যায় সবাই পিছনে !

করোনার বাজারে ইন্টারনেটে ঝড় তুলছে ‘বাবু খাইছো?’, লাইকের সংখ্যায় সবাই পিছনে !

তখনও অবশ্য ভাইরাল শব্দ সেভাবে আসেনি ৷ তবুও ইউটিউবে সেই গান দেখার জন্য দারুণ ভিড় ৷ আর এখন তো পর পর কত গান, কত নাম ৷ জলন্ত উদাহরণ ঢিনচ্যাক পূজা ৷

তখনও অবশ্য ভাইরাল শব্দ সেভাবে আসেনি ৷ তবুও ইউটিউবে সেই গান দেখার জন্য দারুণ ভিড় ৷ আর এখন তো পর পর কত গান, কত নাম ৷ জলন্ত উদাহরণ ঢিনচ্যাক পূজা ৷

তখনও অবশ্য ভাইরাল শব্দ সেভাবে আসেনি ৷ তবুও ইউটিউবে সেই গান দেখার জন্য দারুণ ভিড় ৷ আর এখন তো পর পর কত গান, কত নাম ৷ জলন্ত উদাহরণ ঢিনচ্যাক পূজা ৷

  • Share this:

#কলকাতা: সিং নেই তবু নাম তাঁর সিংহ ! না, কিশোর কুমার যখন এই গানটি গেয়েছিলেন, তখন ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, কিছুই ছিল না, তখন ভাইরাল শব্দ মানেই গায়ে ব্যথা হয়ে, খুব জ্বর ! হ্যাঁ, ভাইরাল ফিভার ৷ তারপর বহু গান এসেছে, বহু গান হয়েছে ৷ আদপে এই গানকে গানের ভাষায় বলে ‘ননসেন্স সং’ ৷ যে গানের কোনও মানে থাকে না ৷ তবুও একটার পর একটা শব্দ যোগ করে, তাতে সুর দিলেই জবরদস্ত একটা বিষয় ৷ যা শুনলেই গানের লজিক ভুলে, শুধুই গুড গুড ফিলিং, সুযোগ বুঝে নাচ !

বেশ কয়েক বছর আগে সাউথ ইন্ডিয়া থেকে এরকমই এক গানের ঝড় উঠেছিল ৷ যিনি গেয়েছিলেন, তিনি তো এখন সিনেমার নায়ক ধনুষ ! হ্যাঁ, সেই কোলাবরি ডি ! তখনও অবশ্য ভাইরাল শব্দ সেভাবে আসেনি ৷ তবুও ইউটিউবে সেই গান দেখার জন্য দারুণ ভিড় ৷ আর এখন তো পর পর কত গান, কত নাম ৷ জলন্ত উদাহরণ ঢিনচ্যাক পূজা ৷

সে কথা বাদ দিন ৷ নতুন কাণ্ড হল, সেপ্টেম্বর মাস থেকেই ইন্টারনেট উপচে পড়ছে একটি গানে ৷ ইউটিউবে লাইকের সংখ্যা এক সপ্তাহের মধ্যেই বেড়ে ১০ মিলিয়ান ৷ এই গানটি এখন ফেসবুক টু ফেসবুক, হোয়াটসঅ্যাপ টু হোয়াটসঅ্যাপ ঘোরাঘুরি ৷ ব্যাপারটা পুরো ‘সেই’ !

তা কী এই গান ? ‘বাবু খাইছো?’

হ্যাঁ, ঠিকই পড়েছেন ঠিক এই শব্দ নিয়ে গোটা একটা গান বেঁধে ফেলেছেন সঙ্গীত শিল্পী মীর মারুফ এবং সঙ্গীত পরিচালক মীর মাসুম ! সেপ্টেম্বর মাসের ৫ তারিখ ইউটিউবে আপলোড হয় ‘বাবু খাইছো’ গানটি ৷ ইউটিউবে রাতারাতি সুপারহিট এই গান ৷ ইতিমধ্যেই লাইকের সংখ্যায় অনেককেই পিছনে ফেলে দিয়েছে বাংলাদেশে তৈরি বাবু খাইছো ৷ সংবাদমাধ্যমে সঙ্গীত শিল্পী মীর মারুফ এবং সঙ্গীত পরিচালক মীর মাসুম দু’জনের জানিয়েছেন, ‘খুবই হালকা ছলের এই গান ৷ মজার জন্য তৈরি করেছিলাম ৷ তবে এটা এরকম সাফল্য পাবে ভাবতেই পারিনি ৷’

এই গানটি লেখা হয়েছিল একটি নাটকের জন্য ৷ পরে আলাদা করে ইউটিউবের জন্য শ্যুটিংও করা হয় ৷

Published by:Akash Misra
First published: