• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • অক্টোবরে ইউটিউবে আসছে ‘বাহুবলি ২’ !

অক্টোবরে ইউটিউবে আসছে ‘বাহুবলি ২’ !

ছবি: বাহুবলি ছবির দৃশ্য

ছবি: বাহুবলি ছবির দৃশ্য

অপেক্ষা যেন শেষ হচ্ছেই না ৷ যত দিন এগোচ্ছে, ততই কৌতুহল বাড়ছে বাহুবলি টু নিয়ে৷ দর্শক অধীর আগ্রহে বসে আছে কটাপ্পা কেন মারল

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #চেন্নাই: অপেক্ষা যেন শেষ হচ্ছেই না ৷ যত দিন এগোচ্ছে, ততই কৌতুহল বাড়ছে বাহুবলি টু নিয়ে৷ দর্শক অধীর আগ্রহে বসে আছে কটাপ্পা কেন মারল বাহুবলিকে তা জানার জন্য ৷ আর পরিচালক এস রাজা মৌলি জানাতেই চান না, এই রহস্য ৷ কারণ এই রহস্যই বাহুবলি ২-এর ইউএসপি ৷

  তবে নতুন খবর অনুযায়ী, বাহুবলি ২-এর ক্লাইম্যাক্স শ্যুটিং করে ফেলেছিলেন রাজা মৌলি ৷ কিন্তু শেষমেশ তা খুব একটা পছন্দ হয়নি তাঁর৷ তাই লাস্ট মিনিটে চেঞ্জ করতে চাইলেন ৷ এই কারণেই ছবির ট্রেলার রিলিজ হওয়ার তারিখ ঘোষিত হলেও, ছবির শেষপর্যায়ের শ্যুটিং শেষ হবে নভেম্বরে ৷

  খবর অনুযায়ী, অক্টোবর মাসের ২৩ তারিখ ইউটিউবে মুক্তি পেতে চলেছে বাহুবলি ২-এর ট্রেলার ৷ আর ট্রেলারেই নাকি স্পষ্ট হয়ে যাবে কাটাপ্পা কেন মারলেন বাহুবলিকে !

  ‘বাহুবলি ২’-এর মুক্তি ২০১৭-এর মার্চ মাসে ৷ তাতে কি? পরিচালক এস রাজা মৌলির এই ছবি শ্যুটিংর শুরু আগে থেকেই খবরের শিরোনামে ৷ কখনও ছবি জুড়ে নানা কৌতুহল, তো কখনও ছবির হিরো প্রভাসের কারিগরি নিয়ে দর্শকের উৎসাহের শেষ নেই ৷ সবার মনেই একই প্রশ্ন, কাটাপ্পা কেন হত্যা করল বাহুবলি-র? আর এই প্রশ্নের উত্তরই ‘বাহুবলি ২’-এর ইউএসপি ৷

  ‘বাহুবলি ২’-এর শ্যুটিং শেষ হলেও পোস্ট প্রোডাকশনে ব্যস্ত ছবির গোটা টিম ৷ এই সময়ই ‘বাহুবলি’র পরিচালক জানিয়েদিলেন ইতিমধ্যেই নাকি বিক্রি হয়ে গিয়েছে ‘বাহুবলি২’-এর স্যাটেলাইট রাইটস ! মোট ৪৫ কোটি টাকায় বিক্রি করা হয়েছে এই রাইট ! রাজা মৌলি জানিয়েছেন, ‘কোন কোম্পানি রাইটস কিনেছে তা এখন বলা সম্ভব নয় ৷ তবে এটুকু বলতে পারি ৪৫ কোটি টাকাতেই বিক্রি হয়েছে এই স্যাটেলাইট রাইটস !’

  First published: