Home /News /entertainment /
মুক্তি পেল বাহুবলি ২-এর নতুন পোস্টার

মুক্তি পেল বাহুবলি ২-এর নতুন পোস্টার

প্রকাশ্যে এল বাহুবলি ২-এর নতুন পোস্টারে ৷ নতুন এই পোস্টারে দেখা গেল কাটাপ্পার একেবারে নতুন রূপ৷ তবে শুধু কাটাপ্পাই নয়, পোস্টারে ফুটে উঠল বাহুবলি ২-এর সব চরিত্রেরই ছবি ৷

 • Share this:

  #চেন্নাই: প্রকাশ্যে এল বাহুবলি ২-এর নতুন পোস্টারে ৷ নতুন এই পোস্টারে দেখা গেল কাটাপ্পার একেবারে নতুন রূপ৷ তবে শুধু কাটাপ্পাই নয়, পোস্টারে ফুটে উঠল বাহুবলি ২-এর সব চরিত্রেরই ছবি ৷

  দু’বছর ধরে একটাই উত্তর খুঁজছে সকলে ৷ এবার সেই জবাব পাওয়ার পালা ৷ কারণ, বাহুবলি এমন এক প্রশ্ন রেখে গিয়েছে দর্শকের মনে, যার উত্তর না পাওয়া পর্যন্ত শান্তি নেই ! উত্তর জানার পথে আরও এক ধাপ এগিয়ে দিলেন নির্মাতারা ৷

  পরিচালক এস এস রাজা মৌলির এই ছবি শ্যুটিংর শুরু আগে থেকেই খবরের শিরোনামে ৷ কখনও ছবি জুড়ে নানা কৌতুহল, তো কখনও ছবির হিরো প্রভাসের কারিগরি নিয়ে দর্শকের উৎসাহের শেষ নেই ৷ সবার মনেই একই প্রশ্ন, কাটাপ্পা কেন হত্যা করল বাহুবলি-র? আর এই প্রশ্নের উত্তরই ‘বাহুবলি ২’-এর ইউএসপি ৷

  bb

  এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই বাহুবলি ২ নিয়ে একের পর এক খবর সামনে আসছে ৷ কখনও ছবির টিজার ৷ তো কখনও নতুন পোস্টার ৷ তবে এবার সামনে এল বাহুবলি ২-এর মোশন পোস্টার ৷ শিবরাত্রির দিন ট্যুইটারে এই মোশন পোস্টার ট্যুইট করল ধর্মা প্রোডাকশন, বাহুবলি-২-এর অফিসিয়াল ড্রিস্টিবিউটর ৷

  Capture

  এর আগের পোস্টারে দেখা গিয়েছিল প্রভাস ও অনুষ্কা শেট্টিকে ৷ টিজারেও একটা অনুমান পাওয়া গিয়েছিল কেমন হবে কলাকুশলীদের লুক ৷ এবার মোশন পোস্টারে বাহুবলিকে দেখা গেল যুদ্ধ ক্ষেত্রে ৷ পিছনে যুদ্ধের ধ্বংসাত্মক রূপ ৷ চারিদিকে জ্বলছে আগুন ৷ তার মাঝেই স্বরূপে উজ্জ্বল অমরেন্দ্র বাহুবলি ৷

  তবে বাহুবলির পরিচালক রাজা মৌলি, কিন্তু কিছুতেই ফাঁস করছে না সেই প্রশ্নের উত্তর ৷ প্রশ্নটা হল, কাটাপ্পা কেন মারল বাহুবলিকে? বাহুবলি ২-তে দেখানো হবে অমরেন্দ্র বাহুবলির গল্প ৷ আর ফাঁস হবে কাটাপ্পা কেন মারল বাহুবলিকে ! মোশন পোস্টার তো এসেই গেল ৷ পুরো সিনেমা পর্দায় মুক্তি পেতে আর তো মাত্র কয়েকটা দিন ৷ তার পরেই জানা যাবে সেই মূল্যবান প্রশ্নের উত্তর ৷

  First published:

  Tags: Bahubali 2, Bollywood, Poster

  পরবর্তী খবর