• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • চিনেও কামাল দেখাচ্ছে প্রভাসের বাহুবলী ২

চিনেও কামাল দেখাচ্ছে প্রভাসের বাহুবলী ২

‘বাহুবলী ২: দ্য কনক্লশন’ ছবির পোস্টার ৷ ছবি: ‘বাহুবলী ২: দ্য কনক্লশন’ ছবির ইনস্টাগ্রাম হ্যান্ডেলের সৌজন্যে ৷

‘বাহুবলী ২: দ্য কনক্লশন’ ছবির পোস্টার ৷ ছবি: ‘বাহুবলী ২: দ্য কনক্লশন’ ছবির ইনস্টাগ্রাম হ্যান্ডেলের সৌজন্যে ৷

 • Share this:

  #বেজিং: ভারতে মু্ক্তি পেতে না পেতেই ইতিহাস গড়েছিল পরিচালক রাজামৌলির ‘বাহুবলী ২: দ্য কনক্লশন’ ৷ অব্যাহত এই ছবির বিজয়রথ ৷ এবার এই ছবি কামাল দেখাতে শুরু করেছে চিনে ৷ চিনের প্রায় ১৮হাজার পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত এই ছবি ৷ আর মুক্তি পাওয়ার প্রথমদিনেই রেকর্ড গড়তে শুরু করেছে বাহুবলী ২ ৷ প্রথম দিনেই এই ছবির বক্স অফিস কালেকশন চোখ কপালে তোলার মতো ৷ শোনা যাচ্ছে, চিনে বাহুবলী ২-এর প্রথমদিনের কালেকশন ২.৮৫ মিলিয়ন ডলার ৷ যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ কোটি টাকা ৷

  চলচ্চিত্র বিশেষজ্ঞ তরণ আদর্শ ট্যুইটারে লিখেছেন, ‘বাহুবলী ২ চিনে মুক্তি পাওয়ার পরেই খুব ভাল ব্যবসা করছে। ভারতীয় ছবিগুলির মধ্যে প্রথম দিনের ব্যবসার ক্ষেত্রে তিন নম্বরে আছে বাহুবলী ২। এক্ষেত্রে এক নম্বরে সিক্রেট সুপারস্টার এবং দ্বিতীয় স্থানে হিন্দি মিডিয়াম। তবে প্রথম দিন বজরঙ্গী ভাইজানের চেয়ে ভাল ব্যবসা করেছে বাহুবলী ২।’ এগিয়ে রয়েছে আমিরয খানের ‘দঙ্গল’ থেকেও ৷
  First published: