#দিজপুর: কখনও শটের ফাঁকে তো কখনও প্যাক-আপের পর৷ সুযোগ পেলেই ব্যাট হাতে নেমে পড়েন আয়ুষ্মান খুরানা (Ayushmaan khurana)৷ দেখতে গেলে বলিউডের অন্যতম সেরা অভিনেতা শুটিংয়ের সঙ্গেই ক্রিকেটটাও চালু রাখেন৷ একাধিকবার তার প্রমাণ মিলেছে৷
এবার অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে (Kaziranga National Park) ইউনিটের লোকজনেকে নিয়ে ক্রিকেটে মাতলেন আয়ুষ্মান৷ নিজেই সেই ভিডিও পোস্ট করে ক্যাপশন দিয়েছেন 'ইন বিটুইন শটস'৷ ভিডিও-তে দেখা যাচ্ছে একটি প্লাস্টিকের চেয়ারকেই উইকেট বানিয়ে খেলছেন আয়ুষ্মান অ্যান্ড কোং৷ আয়ুস্মান একটি অসাধারণ হুকে বল পাঠালেন মাঠের বাইরে৷ তাঁর শটে মুগ্ধ হয়ে হাততালিও দিলেন কয়েকজন৷
View this post on Instagram
এই মুহূর্তে পরিচালক অনুভব সিনহার (Anubhav Sinha) পরের ছবির জন্য শ্যুটিং করতে অসমে রয়েছেন আয়ুস্মান৷ ছবির নাম এখনও ঠিক হয়নি৷ তবে এটি একটি স্পাই থ্রিলার৷ পুরোটাই শ্যুট হবে উত্তর-পূর্ব ভারত জুড়ে৷ বৃহস্পতিবার সকালেই কাজিরাঙা জাতীয় উদ্যান ও ব্যাঘ্র সংরক্ষণ ঘুরে দেখেছেন আয়ুস্মান৷ কড়া নিরাপত্তার মধ্যেই হুড খোলা জিপে সাফারি রাইড নিয়েছেন তিনি৷ গত ২৩ জানুয়ারি আয়ুস্মান চলে এসেছিলেন গুয়াহাটিতে৷ এখানেই থাকছেন তিনি৷
অনেকেই জানে না যে, আয়ুষ্মান কিন্তু ভাল ব্যাটসম্যান৷ জেলা স্তরেও ক্রিকেট খেলেছেন তিনি৷ আয়ুষ্মানের ভাই অপারশক্তিকে এখন স্পোর্টস সঞ্চালক হিসাবে দেখা যায়৷ অপারশক্তি দাদার থেকেও বড় ক্রিকেটার৷ তিনি হরিয়ানার অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন৷ ওপেনিং করতেন, একজন দুর্দান্ত ফিল্ডারও ছিলেন তিনি৷ দেখতে গেলে আয়ুস্মান-অপারশক্তির মধ্যেই ক্রিকেটটা রয়েছে৷